সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন একদল চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থী। বিক্ষোভ শেষে রাত ৭টা ৫০ মিনিটের দিকে শাহবাগ মোড় ‘ব্লকেড’ করেন তাঁরা। এ সময় প্রায় আধা ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল।

আজ শনিবার সন্ধ্যায় টিএসসির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁদের সঙ্গে সংহতি প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক।

নুরুল হক বলেন, শুধু পিএসসি না, সরকারি বিভিন্ন নিয়োগে যে অস্বচ্ছতা রয়েছে, সেটাকে স্বচ্ছ করা দরকার। ডিসি অফিস, এসপি অফিস, ইউএনও অফিসের প্রশাসন একেবারে ভালো হয়ে যায়নি। আগের মতো এখনো সেই দলবাজি মনোভাব লক্ষ করা যাচ্ছে।

ডাকসুর সাবেক এই ভিপি অভিযোগ করেন, পিএসসিতে বিদ্যমান আমলাতান্ত্রিক জটিলতার কারণে একটা বিসিএসের নিয়োগ হতেই তিন-চার বছর লেগে যায়। এক বছরের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শেষ করার দাবি জানান তিনি।

এরপর রাজু ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি টিএসসি হয়ে কেন্দ্রীয় মসজিদের সামনে দিয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে যায়। সেখান থেকে সূর্য সেন হলের সামনে দিয়ে হাজী মুহম্মদ মুহসীন হল হয়ে ভিসি চত্বরে যায়। পরে সেখান থেকে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে গিয়ে সড়ক অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা।

এ সময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘শাহবাগ ব্লকেড থেকে আমরা ঘোষণা দিচ্ছি, আগামীকাল রোববার সন্ধ্যা ৬টার মধ্যে যদি আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করব।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ বি জুবায়ের বলেন, ‘আমরা আজকে অল্প সময়ের জন্য শাহবাগ ব্লক করেছি। যদি আমাদের যৌক্তিক দাবি মনে নেওয়া না হয়, তাহলে আমরা শুধু শাহবাগ নয়, পুরো বাংলাদেশ ব্লক করে দেব।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র স মন শ হব গ প এসস

এছাড়াও পড়ুন:

নারীর গুরুতর অভিযোগ নিয়ে মুখ খুললেন বিজয়

দক্ষিণী সিনেমার অভিনেতা বিজয় সেতুপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন রম্য মোহন নামে এক নারী। এ অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন তিনি। এ নিয়ে বেশ কয়েক দিন ধরে চর্চা চলছে। অবশেষে বিষয়টি নিয়ে নীরবতা ভাঙলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই দাপুটে অভিনেতা।  

বিজয় সেতুপতি একটি বিবৃতি প্রকাশ করেছেন। তাতে তিনি বলেন, “যারা আমাকে চেনেন, এমনকি অল্প হলেও চিনেন, তারা বিষয়টিকে হাস্যকর বলে মনে করবেন। আমি জানি আমি কে। এই ধরণের জঘন্য অভিযোগ আমাকে বিরক্ত করে না। আমার পরিবার, ঘনিষ্ঠ বন্ধুরা বিরক্ত। আমি তাদের বলি, ‘এটা বাদ দাও।’ এটা পরিষ্কার এই নারী, প্রচারের আলোয় আসতে চাইছে; কয়েক মিনিটের খ্যাতি অর্জন করেছে, তাকে এটি পেতে দিন।” 

আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে বিজয় সেতুপতি বলেন, “সাইবার ক্রাইমে এ বিষয়ে অভিযোগ করেছি। গত সাত বছর ধরে নানা গুঞ্জন সহ্য করেছি। এর কোনোটি আমাকে প্রভাবিত করেনি এবং কখনো করবেও না।” 

আরো পড়ুন:

বিয়ের কয়েক ঘণ্টা পরই অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা অভিনেতার স্ত্রীর

আমাকে খারাপভাবে স্পর্শ করত, তিক্ত অভিজ্ঞতা নিয়ে জনি লিভারের কন্যা

রম্য মোহন নামে এক নারী তার মাইক্রোব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে বিজয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন। তাতে তিনি লেখেন, “তেলেগু সিনেমায় নেশা-কাস্টিং কাউচের সংস্কৃতি মজার কোনো ব্যাপার নয়। আমি একটি মেয়েকে চিনি, যে এই ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। দীর্ঘদিন বিজয় সেতুপতির হাতে ‘মানসিক ও শারীরিক শোষণের’ শিকার হয়েছেন। সেই তরুণী শেষ পর্যন্ত মানসিক বিপর্যয়ের শিকার হয়ে পুনর্বাসনকেন্দ্রে যেতে বাধ্য হন।”  

রম্যর অভিযোগ, “বিজয় সেতুপতি কলিউডের (তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি) তথাকথিত ‘গ্ল্যামার–সংস্কৃতি’র আড়ালে অশুভ এক বলয়ের অংশ, যেখানে ‘অডিশন’ কিংবা ‘পেশাগত সুযোগ’–এর নামে নারীদের ওপর অনৈতিক চাপ প্রয়োগ করা হয়। তার ভাষায়, ‘সেতুপতির মতো শিল্পীরা শিল্পের স্বাভাবিক নিয়মের ছদ্মবেশে মেয়েদের কাছে ‘অনৈতিক সুবিধার’ বিনিময়ে অর্থের প্রস্তাব দিতেন।” যদিও পরবর্তীতে এ পোস্ট মুছে ফেলেন এই নারী। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ