রিয়ালকে পছন্দের খেলোয়াড়ের নাম দিলেন সম্ভাব্য কোচ আলোনসো, কারা আছেন তালিকায়
Published: 2nd, May 2025 GMT
গুঞ্জনটা গত মৌসুম থেকেই ছড়িয়েছে দলবদলের বাজারে। কার্লো আনচেলত্তির বিদায়ের পর রিয়াল মাদ্রিদের কোচ হবেন জাবি আলোনসো। স্প্যানিশ কিংবদন্তি আলোনসো মাদ্রিদের ক্লাবটির খেলোয়াড় হিসেবে ছিলেন দারুণ সফল। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ—দুটোই এই ক্লাবটির হয়ে জিতেছেন আলোনসো।
তবে খেলোয়াড়ি জীবনের সাফল্যের জন্য নয়, আলোনসো আলোচনায় এসেছেন কোচ হিসেবে তাঁর সাফল্যের জন্য। এখন আনচেলত্তির রিয়াল ছাড়ার গুঞ্জনের সঙ্গে সামনে এসেছে আলোনসোর রিয়ালে যোগদানের গুঞ্জনও। শুধু এটুকুই নয়, রিয়ালের সম্ভাব্য এই নতুন কোচ নাকি দলে নিতে চান—এমন পছন্দের খেলোয়াড়দের তালিকাও দিয়েছেন।
কোচ হিসেবে আলোনসোর যাত্রা খুব দীর্ঘ নয়। রিয়াল সোসিয়েদাদের ‘বি’ দলের দায়িত্ব পালন শেষে ২০২২ সালে দায়িত্ব নেন বায়ার লেভারকুসেনের। প্রথম মৌসুমেই লেভারকুসেনকে ঐতিহাসিক সাফল্য এনে দিয়েছেন আলোনসো। বুন্দেসলিগায় তাঁর অধীন অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে জার্মান ক্লাবটি।
আরও পড়ুনব্রাজিলের আনচেলত্তি–প্রেম কাটেনি, সময় বেঁধে দেওয়া হলো নতুন করে৬ ঘণ্টা আগেএ ছাড়া জার্মান কাপ ও জার্মান সুপার কাপের শিরোপাও আলোনসো জিতিয়েছেন দলকে। ইউরোপা লিগে তাঁর দল শিরোপা হাতছাড়া করেছে ফাইনালে গিয়ে। তবে শুধু ট্রফি দিয়েই নয়, ট্যাকটিক্যাল দিক থেকেও দারুণ মুগ্ধতা ছড়িয়েছেন এই স্প্যানিয়ার্ড।
লেভারকুসেনের মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টৎস আসতে পারেন রিয়ালে।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিএনপির প্রার্থীর তালিকায় নেই তারকারা
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে কয়েকজন জনপ্রিয় তারকার মনোনয়ন পাওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত প্রার্থী তালিকায় তাদের নাম নেই।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন।
আরো পড়ুন:
শাহরুখের অজানা এই সাত তথ্য জানেন?
মালয়েশিয়ায় পরীমণির দশ দিন
তবে আলোচনায় থাকা কোনো তারকা প্রার্থী চূড়ান্ত তালিকায় আসেননি। সংগীতশিল্পী বেবী নাজনীন (নীলফামারী–৪), মনির খান (ঝিনাইদহ–৩) ও রুমানা মোর্শেদ কনকচাঁপা (সিরাজগঞ্জ–১) মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
তাদের মধ্যে বেবী নাজনীন ও মনির খানের আসনে যথাক্রমে আবদুল গফুর সরকার ও মেহেদী হাসান মনোনয়ন পেয়েছেন। কনকচাঁপার আসনের প্রার্থী এখনো ঘোষণা হয়নি।
২০১৮ সালের নির্বাচনে সিরাজগঞ্জ–১ আসন থেকেই বিএনপির প্রার্থী হয়েছিলেন কনকচাঁপা। তখন আওয়ামী লীগের মোহাম্মদ নাসিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। এবারের নির্বাচনে আবারো লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা যায়।
মনির খান ও কনকচাঁপা দুজনই বিএনপির অঙ্গ সংগঠন জাসাসের কেন্দ্রীয় নেতা। এছাড়া দলটির সাংস্কৃতিক সম্পাদক ও চলচ্চিত্র অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলের নামও আলোচনায় ছিল।
উজ্জ্বল বলেন, “দল যদি মনে করে আমার প্রার্থী হওয়া দরকার, আমি প্রস্তুত।”
বিএনপির এ ঘোষণার মধ্য দিয়ে আপাতত স্পষ্ট—বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখগুলো এবারো দলীয় প্রার্থী তালিকার বাইরে থাকছেন।
ঢাকা/রাহাত/মেহেদী