চলাচলের রাস্তা নিয়ে বিরোধে পূর্ব বিরোধের জেরে সিরাজগঞ্জের তাড়াশে মো. সাইদুর রহমান (৬৫) নামে এক প্রবীণ কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বেল্লাল হোসেন (৫৫) ও তার ছেলে মো. আনিছুর রহমানের (২৩) বিরুদ্ধে। নিহত সাইদুর রহমান একই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। 

এদিকে এ ঘটনার পরপরই বিক্ষুব্ধ লোকজন অভিযুক্ত বেল্লাল ও তার ছেলে আনিছুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ করেন। এতে তাদের বাড়ির তিনটি ঘর ও ঘরে থাকা সকল সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এ সময় বেল্লাল হোসেন ও আনিছুর রহমানসহ ওই পরিবারের লোকজন পালিয়ে যায়।

শুক্রবার বেলা তিনটা থেকে সোয়া চারটার মধ্যে উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌ-পাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চৌ-পাকিয়া গ্রামের প্রবীণ কৃষক মো.

সাইদুর রহমান ও প্রতিবেশী বেল্লাল হোসেন ও তার ছেলে আনিছুর রহমানের বাড়ি থেকে বের হওয়ার জন্য একটি রাস্তা আছে। ওই রাস্তা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ বেলা তিনটার দিকে সাইদুর রহমান নামাজ শেষে বাড়ি ফিরলে চলাচলের ওই রাস্তা নিয়ে কৃষক সাইদুর রহমানের সঙ্গে প্রতিবেশী বেল্লাল ও তার ছেলে আনিছুর রহমানের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। পরে বেল্লালের ছেলে আনিছুর ওই রাস্তার জায়গা তাদেও দাবি করে তা দিয়ে চলাচল করতে সাইদুর রহমানকে নিষেধ করে। এতে সাইদুর রহমান প্রতিবাদ করলে রেগে গিয়ে লাঠি নিয়ে এসে বাবা ও ছেলে মিলে সাইদুর রহমানকে বেধড়ক পেটাতে থাকে। এতে ঘটনাস্থলেই সাইদুর রহমানের মৃত্যু হয়।

এদিকে এ প্রতিবেদন লেখাকালীন চৌ-পাকিয়া গ্রামে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। 

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মরদেহ উদ্ধারে পুলিশ কাজ করছে। পরে বিস্তারিত জানাব।

উৎস: Samakal

কীওয়ার্ড: প ট য় হত য স র জগঞ জ

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (২ জুলাই ২০২৫)

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ শুরু আজ। ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টও শুরু হচ্ছে আজ।

১ম ওয়ানডে

বাংলাদেশ-শ্রীলঙ্কা
বেলা ৩টা, টি স্পোর্টস

ক্লাব বিশ্বকাপ: ২য় রাউন্ড

ডর্টমুন্ড-মন্তেরেই
সকাল ৭টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ

এজবাস্টন টেস্ট-১ম দিন

ইংল্যান্ড-ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫

উইম্বলডন

২য় রাউন্ড
বিকেল ৪টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২

সম্পর্কিত নিবন্ধ