যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট মাইলপোস্ট এলাকায় রেললাইন থেকে মাঝ বয়সি এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।  

রবিবার (১৮ মে) রাতে মাইলপোস্ট এলাকার বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয়ের পেছনের রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে পুলিশ তার পরিচয় জানাতে পারেনি।

প্রত্যক্ষদর্শী মাইলপোস্ট এলাকার মফিজুর রহমান জানান, সন্ধ্যা ৭টার দিকে তার দোকানের পেছনে মাঝ বয়সি এই নারী রেললাইনে হাঁটছিলেন। এসময় খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

আব্দুল আলীম বলেন, “রাজঘাট মাইলপোস্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাত নারীর মরদেহ রেললাইন থেকে উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। যেহেতু রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে, তাই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে যশোর রেল পুলিশ।”

ঢাকা/প্রিয়ব্রত/টিপু 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ