বিশ্ব বাজারে পোশাক, চামড়া, জুতা, প্লাস্টিক ও প্রকৌশলসহ বিভিন্ন খাতে রপ্তানি বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে প্রযুক্তি সংযুক্তিকরণের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া আধুনিকীকরণ গুরুত্বপূর্ণ। পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের নেটওয়ার্কিংয়ের স্বার্থে যাবতীয় তথ্য ভান্ডার সমৃদ্ধকরণ জরুরি।

এছাড়া জোর দিতে হবে এসব শিল্পের শ্রমিকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আধুনিক প্রযুক্তিকে সঠিকভাবে বাস্তবায়নের ওপর।

বিশ্ববাজারে বিশেষত ভিয়েতনাম, ভারত ও চীনসহ অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিগগিরই এইসব পদক্ষেপগুলি গ্রহণ করা জরুরি।

বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর গুলশানের একটি হোটেলে মার্কেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের (এমআইপি) উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনরা এসব অভিমত তুলে ধরেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান গুলশানের একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই প্ল্যাটফর্ম (https://exportbangladesh.

org/) উদ্বোধন করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে, বিশ্বব্যাংকের সহযোগিতায় ‘ইসি৪জে' প্রকল্পের কার্যক্রম হিসেবে এই এমআইপির উদ্বোধন করা হয়। এটি এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম-যার মাধ্যমে রপ্তানিকারক বা বিক্রেতারা ক্রেতাদের যাবতীয় তথ্য সহজে পাবেন। বিক্রেতারাও এর মাধ্যমে সুনির্দিষ্ট ক্রেতা খুঁজে পাবেন। এতে আমদানি-রপ্তানি সহজতর হওয়ার পাশাপাশি উভয়ের মধ্যে সম্পর্কের নতুন সেতুবন্ধন গড়ে উঠবে। পাশাপাশি দেশের উদ্যোক্তা, শিল্পপতি ও ব্যবসায়ীরা নতুন ক্রেতা খুঁজে পাবেন। ফলে দেশের রপ্তানিমুখী খাতে বিপুল সম্ভাবনা তৈরি হবে। তরুণদের জন্য বাড়বে নতুন কাজের সুযোগ।

এছাড়া প্ল্যাটফর্মটির মাধ্যমে ব্যবহারকারীরা রপ্তানির নতুন বাজার অনুসন্ধান করতে পারবে। এতে ক্রেতা-বিক্রেতার প্রোফাইল, হালনাগাদ তথ্য, নতুন বাজার সম্পর্কে ধারণা, রপ্তানিকৃত পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট ও ‘ইসি৪জে' প্রজেক্টের টাস্ক টিম লিডার হোসনা ফেরদৌস সুমি, বাংলাদেশ প্লাস্টিক গুড্‌স ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এর প্রেসিডেন্ট শামীম আহমেদ, বাংলাদেশ বাইসাইকেল অ্যান্ড পার্টস ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিবিপিএমইএ) এর প্রেসিডেন্ট মোহাম্মদ মুশতাক আহমেদ তানভীর।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, “মার্কেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম (এমআইপি) চালুর মাধ্যমে আমরা আমাদের রপ্তানিকারকদের বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সাথে জড়িতদের কার্যকর ও নির্ভরযোগ্য তথ্য দিচ্ছি। এতে তারা বিশ্ব বাজারে আত্মবিশ্বাসের সাথে প্রতিযোগিতা করতে পারবে।”

পরে বাংলাদেশে রপ্তানির বৈচিত্রকরণ শীর্ষক এক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভলপমেন্ট অথরিটি (বিডা), বিশ্বব্যাংক, দেশের খ্যাতিমান বিভিন্ন বাণিজ্য সংগঠন এবং বিদেশি ক্রেতা ও প্রতিনিধিরাসহ মোট ১২০ জন অংশগ্রহণ করেন। প্যানেল আলোচনায় সরকারি-বেসরকারি সহযোগিতা, ডিজিটাল পদ্ধতি এবং নীতি সহায়তার মাধ্যমে দেশের রপ্তানি ভিত্তি সম্প্রসারণের কৌশলগত উপায় নিয়ে আলোচনা করা হয়।

এমআইপি প্ল্যাটফর্মটি বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে একটি কনসোর্টিয়ামের আওতায় প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান লাইটক্যাসেল পার্টনার্স, বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সফটওয়্যার কোম্পানি শুটিং স্টার লিমিটেড এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান এনকে সফট কর্পোরেশন।

রপ্তানি বৈচিত্র্যকরণ ও চাকরির সুযোগ তৈরিকে গুরুত্ব দিয়ে ‘ইসি৪জে' নামে এই প্রকল্পটি বিশ্বব্যাংকের সহায়তায় বাণিজ্য মন্ত্রণালয়ের একটি উদ্যোগ। ৮ বছর মেয়াদী এই  প্রকল্পটি গত ২০১৭ সাল থেকে চালু হয়েছে। চামড়া ও চামড়াজাত পণ্য, জুতা, প্লাস্টিক এবং প্রকৌশল-এই চারটি ক্ষেত্রে রপ্তানি বৃদ্ধি ও কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

ঢাকা/হাসান/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প ল য টফর ম প রকল প ব শ বব

এছাড়াও পড়ুন:

ইসিকে নিশানা করে ‘অ্যাটম বোমা’ ফাটালেন রাহুল গান্ধী, এখনো বাকি ‘হাইড্রোজেন বোমা’

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ এনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন, এটা ‘অ্যাটম বোমা’। তবে আরও ভয়ংকর তথ্য তিনি পরে আনবেন, যা ‘হাইড্রোজেন বোমার সমতুল্য’।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে আবার বিস্ফোরক অভিযোগ এনে রাহুল বলেন, নির্বাচন কমিশনের মদদে কিছু লোক, সংস্থা ও কল সেন্টার সংগঠিতভাবে কেন্দ্রে কেন্দ্রে বেছে বেছে কংগ্রেস, দলিত, আদিবাসী ভোটারদের নাম বাদ দিচ্ছে।

আজ সংবাদ সম্মেলন করে রাহুল বলেন, নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে নকল আবেদন করে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে।

‘অ্যাটম বোমা’ ফাটানোর দিন রাহুল কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রের ‘ভোট চুরির’ নমুনা পেশ করেছিলেন। আজ তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেন কর্ণাটকেরই আলন্দ কেন্দ্রকে।

রাহুলের অভিযোগ, নকল আবেদনের মাধ্যমে ওই কেন্দ্রের ৬ হাজার ১৮ জন ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা হয়েছে। যেসব কেন্দ্রে কংগ্রেস শক্তিশালী, বেছে বেছে সেসব কেন্দ্রকেই নিশানা করা হয়েছে। ভুয়া ভোটারের নাম তোলার পাশাপাশি বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। এটা সংগঠিতভাবে করা হচ্ছে। কর্ণাটক পুলিশ সেই বিষয়ে তথ্য জানতে চাইলেও নির্বাচন কমিশন কোনো তথ্য দিচ্ছে না।

রাহুলের অভিযোগ, যাঁদের নামে আবেদন জানানো হচ্ছে এবং যাঁদের নাম মোছার আরজি জানানো হচ্ছে, তাঁদের কেউ–ই তা জানতে পারছেন না। সংবাদ সম্মেলনে এই ধরনের কিছু মানুষকে রাহুল হাজিরও করান।

কিছু নম্বরও দাখিল করে রাহুল বলেন, এসব নম্বর থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার আবেদন জানানো হয়। তাঁর প্রশ্ন, ওই নম্বরগুলোয় ওয়ান টাইম পাসওয়ার্ড বা ‘ওটিপি’ কীভাবে গেল?

কংগ্রেস নেতা বলেন, নির্দিষ্ট কিছু ঠিকানা থেকে নির্দিষ্ট ‘আইপি’ অ্যাড্রেস ব্যবহার করে নাম বাদ দেওয়ার আবেদন জানানো হচ্ছে। অভিযোগ তদন্ত করে দেখতে কর্ণাটক পুলিশের গোয়েন্দারা ইসির কাছে কিছু তথ্য চেয়েছিলেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার কোনো তথ্যই দেননি। এতেই বোঝা যাচ্ছে, ইসি ভোটচোরদের আড়াল করছে।

রাহুল বলেন, কর্ণাটক সিআইডি ভোটারদের নাম বাদ দেওয়া বিষয়ে তথ্য জানতে চেয়ে ইসিকে ১৮ বার চিঠি লিখেছে। অথচ একটি চিঠিরও জবাব ইসি দেয়নি। ইসিকে চ্যালেঞ্জ জানিয়ে রাহুল বলেন, কমিশন স্বচ্ছ হলে এক সপ্তাহের মধ্যে কর্ণাটক সিআইডিকে যাবতীয় তথ্য দিয়ে সাহায্য করুক।

রাহুল মহারাষ্ট্রের রাজুরা বিধানসভা আসনের ভোটার তালিকা তুলে ধরে বলেন, সেখানে অনলাইনে ৬ হাজার ৮৫০ জনের নাম অবৈধভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁর অভিযোগ, বিভিন্ন রাজ্যে ভোটার তালিকায় এভাবে সংযোজন–বিয়োজন চলছে।

এর আগেও রাহুল নিশানা করেছিলেন সিইসি জ্ঞানেশ কুমারকে। আজও তিনি তাঁকে কাঠগড়ায় তোলেন। রাহুল বলেন, নির্বাচন স্বচ্ছ ও অবাধ করার বদলে তিনি পক্ষপাতমূলক আচরণ করেই চলেছেন। ভোট চুরি করাচ্ছেন। ভোটচোরদের রক্ষাও করছেন।

রাহুলের অভিযোগ এবারও খারিজ করে দিয়েছে ইসি। রাহুলের ডাকা সংবাদ সম্মেলনের পর আজ ইসি এক বিবৃতি দেয়। তাতে রাহুলের অভিযোগ ‘অসত্য ও ভিত্তিহীন’ জানিয়ে বলা হয়, অনলাইনে কেউ কোনো ভোটারের নাম বাদ দিতে পারেন না। নাম বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শোনা হয়।

সম্পর্কিত নিবন্ধ