শিল্প খাত এগিয়ে নিতে কাঠামোগত দুর্বলতা মোকাবিলার তাগিদ বিশিষ্টজনদের
Published: 29th, May 2025 GMT
বিশ্ব বাজারে পোশাক, চামড়া, জুতা, প্লাস্টিক ও প্রকৌশলসহ বিভিন্ন খাতে রপ্তানি বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে প্রযুক্তি সংযুক্তিকরণের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া আধুনিকীকরণ গুরুত্বপূর্ণ। পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের নেটওয়ার্কিংয়ের স্বার্থে যাবতীয় তথ্য ভান্ডার সমৃদ্ধকরণ জরুরি।
এছাড়া জোর দিতে হবে এসব শিল্পের শ্রমিকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আধুনিক প্রযুক্তিকে সঠিকভাবে বাস্তবায়নের ওপর।
বিশ্ববাজারে বিশেষত ভিয়েতনাম, ভারত ও চীনসহ অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিগগিরই এইসব পদক্ষেপগুলি গ্রহণ করা জরুরি।
বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর গুলশানের একটি হোটেলে মার্কেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের (এমআইপি) উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনরা এসব অভিমত তুলে ধরেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান গুলশানের একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই প্ল্যাটফর্ম (https://exportbangladesh.
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে, বিশ্বব্যাংকের সহযোগিতায় ‘ইসি৪জে' প্রকল্পের কার্যক্রম হিসেবে এই এমআইপির উদ্বোধন করা হয়। এটি এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম-যার মাধ্যমে রপ্তানিকারক বা বিক্রেতারা ক্রেতাদের যাবতীয় তথ্য সহজে পাবেন। বিক্রেতারাও এর মাধ্যমে সুনির্দিষ্ট ক্রেতা খুঁজে পাবেন। এতে আমদানি-রপ্তানি সহজতর হওয়ার পাশাপাশি উভয়ের মধ্যে সম্পর্কের নতুন সেতুবন্ধন গড়ে উঠবে। পাশাপাশি দেশের উদ্যোক্তা, শিল্পপতি ও ব্যবসায়ীরা নতুন ক্রেতা খুঁজে পাবেন। ফলে দেশের রপ্তানিমুখী খাতে বিপুল সম্ভাবনা তৈরি হবে। তরুণদের জন্য বাড়বে নতুন কাজের সুযোগ।
এছাড়া প্ল্যাটফর্মটির মাধ্যমে ব্যবহারকারীরা রপ্তানির নতুন বাজার অনুসন্ধান করতে পারবে। এতে ক্রেতা-বিক্রেতার প্রোফাইল, হালনাগাদ তথ্য, নতুন বাজার সম্পর্কে ধারণা, রপ্তানিকৃত পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট ও ‘ইসি৪জে' প্রজেক্টের টাস্ক টিম লিডার হোসনা ফেরদৌস সুমি, বাংলাদেশ প্লাস্টিক গুড্স ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এর প্রেসিডেন্ট শামীম আহমেদ, বাংলাদেশ বাইসাইকেল অ্যান্ড পার্টস ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিবিপিএমইএ) এর প্রেসিডেন্ট মোহাম্মদ মুশতাক আহমেদ তানভীর।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, “মার্কেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম (এমআইপি) চালুর মাধ্যমে আমরা আমাদের রপ্তানিকারকদের বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সাথে জড়িতদের কার্যকর ও নির্ভরযোগ্য তথ্য দিচ্ছি। এতে তারা বিশ্ব বাজারে আত্মবিশ্বাসের সাথে প্রতিযোগিতা করতে পারবে।”
পরে বাংলাদেশে রপ্তানির বৈচিত্রকরণ শীর্ষক এক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভলপমেন্ট অথরিটি (বিডা), বিশ্বব্যাংক, দেশের খ্যাতিমান বিভিন্ন বাণিজ্য সংগঠন এবং বিদেশি ক্রেতা ও প্রতিনিধিরাসহ মোট ১২০ জন অংশগ্রহণ করেন। প্যানেল আলোচনায় সরকারি-বেসরকারি সহযোগিতা, ডিজিটাল পদ্ধতি এবং নীতি সহায়তার মাধ্যমে দেশের রপ্তানি ভিত্তি সম্প্রসারণের কৌশলগত উপায় নিয়ে আলোচনা করা হয়।
এমআইপি প্ল্যাটফর্মটি বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে একটি কনসোর্টিয়ামের আওতায় প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান লাইটক্যাসেল পার্টনার্স, বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সফটওয়্যার কোম্পানি শুটিং স্টার লিমিটেড এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান এনকে সফট কর্পোরেশন।
রপ্তানি বৈচিত্র্যকরণ ও চাকরির সুযোগ তৈরিকে গুরুত্ব দিয়ে ‘ইসি৪জে' নামে এই প্রকল্পটি বিশ্বব্যাংকের সহায়তায় বাণিজ্য মন্ত্রণালয়ের একটি উদ্যোগ। ৮ বছর মেয়াদী এই প্রকল্পটি গত ২০১৭ সাল থেকে চালু হয়েছে। চামড়া ও চামড়াজাত পণ্য, জুতা, প্লাস্টিক এবং প্রকৌশল-এই চারটি ক্ষেত্রে রপ্তানি বৃদ্ধি ও কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
ঢাকা/হাসান/সাইফ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প ল য টফর ম প রকল প ব শ বব
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত