সুহৃদ সমাবেশের কার্যক্রমকে বেগবান করতে সুনামগঞ্জের ধর্মপাশায় সুহৃদ সমাবেশের কমিটি পুনর্গঠন করা হয়েছে। মাহমুদুল হাসান সামরুলকে সভাপতি ও মাহমুদুল হাসানকে সাধারণ সম্পাদক করে ধর্মপাশায় সমকাল সুহৃদ সমাবেশের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে। ২৩ মে বিকাল ৪টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে এ কমিটি গঠন করা হয়। এর আগে সংগঠনের প্রয়াত সদস্য লিটন চন্দ্র ভৌমিক স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন– সহসভাপতি শরফরাজ খান পাঠান, জহুরা খাতুন, যুগ্ম সম্পাদক কাউছার মিয়া, তানজিদা আজাদ শম্পা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক ওয়াহেদ আলী মুরাদ, দপ্তর সম্পাদক নাবিল আহম্মদ, সাহিত্য সম্পাদক কাজী বর্ণাঢ্য, প্রচার প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক বান্টি দেব, ক্রীড়া সম্পাদক মোবারক হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আবুল কাসেম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শাহরিয়ার আহমেদ ইমন, নারীবিষয়ক সম্পাদক শাহানা পারভীন স্মৃতি, পরিবেশবিষয়ক সম্পাদক নূর আহমেদ পুলক, পাঠচক্র সম্পাদক শৈবাল সরকার উৎস, নির্বাহী সদস্য কাজী আনোয়ারুল হক, মিঠুন পাল, এহসান তালুকদার, সামিউল নিক্সন, জোবায়ের আহম্মেদ খান, শামীম আহমেদ, মেহেদী হাসান সিদ্দিকী শুভ, রুবিনা আক্তার, আফরোজা চৌধুরী, উম্মে জাকিয়া, আঞ্জুমান আরা চৌধুরী, রাখি দেব, স্বপন আহমেদ।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ন মগঞ জ স হ দ সম ব শ সদস য গঠন ক আহম দ

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ