সুহৃদ সমাবেশের কার্যক্রমকে বেগবান করতে সুনামগঞ্জের ধর্মপাশায় সুহৃদ সমাবেশের কমিটি পুনর্গঠন করা হয়েছে। মাহমুদুল হাসান সামরুলকে সভাপতি ও মাহমুদুল হাসানকে সাধারণ সম্পাদক করে ধর্মপাশায় সমকাল সুহৃদ সমাবেশের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে। ২৩ মে বিকাল ৪টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে এ কমিটি গঠন করা হয়। এর আগে সংগঠনের প্রয়াত সদস্য লিটন চন্দ্র ভৌমিক স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন– সহসভাপতি শরফরাজ খান পাঠান, জহুরা খাতুন, যুগ্ম সম্পাদক কাউছার মিয়া, তানজিদা আজাদ শম্পা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক ওয়াহেদ আলী মুরাদ, দপ্তর সম্পাদক নাবিল আহম্মদ, সাহিত্য সম্পাদক কাজী বর্ণাঢ্য, প্রচার প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক বান্টি দেব, ক্রীড়া সম্পাদক মোবারক হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আবুল কাসেম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শাহরিয়ার আহমেদ ইমন, নারীবিষয়ক সম্পাদক শাহানা পারভীন স্মৃতি, পরিবেশবিষয়ক সম্পাদক নূর আহমেদ পুলক, পাঠচক্র সম্পাদক শৈবাল সরকার উৎস, নির্বাহী সদস্য কাজী আনোয়ারুল হক, মিঠুন পাল, এহসান তালুকদার, সামিউল নিক্সন, জোবায়ের আহম্মেদ খান, শামীম আহমেদ, মেহেদী হাসান সিদ্দিকী শুভ, রুবিনা আক্তার, আফরোজা চৌধুরী, উম্মে জাকিয়া, আঞ্জুমান আরা চৌধুরী, রাখি দেব, স্বপন আহমেদ।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ন মগঞ জ স হ দ সম ব শ সদস য গঠন ক আহম দ

এছাড়াও পড়ুন:

অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা

আজ শ্রাবণের ১৬ তারিখ। প্রকৃতির নিয়মে এ মাসে বৃষ্টি বেশি ঝরে। আজও ঢাকার আকাশ মেঘলা। বুধবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনও ঝুম বৃষ্টি কখনও গুঁড়ি গুঁড়ি। তবে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলীয় ও পাহাড়ি এলাকায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রয়েছে ভূমিধসের ঝুঁকি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। ফলে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের ঝুঁকি রয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অতিভারী বৃষ্টির কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়াসহ বাস, রিকশা ও সাধারণ চলাচলে বিঘ্ন ঘটতে পারে।

বঙ্গোপসাগরে উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদী ও সমুদ্রবন্দর এলাকায় অবস্থানরত নৌযানগুলোকে সাবধানতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবারও সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ এলাকায় এবং অন্যান্য বিভাগে অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রবিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে অতি ভারী বৃষ্টিপাত।

আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। 

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজার ৬৮ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ