বিশ্বকাপে জায়গা করে গাড়ি উপহার পেলেন উজবেকিস্তানের সব খেলোয়াড়
Published: 11th, June 2025 GMT
আবুধাবিতে ৫ জুন রাতে আরব আমিরাতের বিপক্ষে গোলশূন্য ড্র করে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে উজবেকিস্তান। প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া যেকোনো দলের জন্যই বিশেষ কিছু। কিন্তু এমন কিছুর উদ্যাপন বিদেশের মাটিতে কি আর সেভাবে জমে!
ফলে উজবেক খেলোয়াড়দের অপেক্ষা ছিল ঘরের মাঠে দেশের মানুষদের সঙ্গে এই অর্জনকে ভাগ করে নেওয়ার। দেশটির জনগণও অপেক্ষায় ছিল খেলোয়াড়দের রাজকীয়ভাবে বরণ করে নেওয়ার। গতকাল রাতে রাজধানী তাশখন্দের মিল্লি স্টেডিয়য়ামে কাতারকে ৩–০ গোলে হারিয়ে কাঙ্ক্ষিত সেই উদ্যাপনই সেরেছে উজবেকরা।
উদ্যাপনের বিশেষ এই মুহূর্তে দারুণ এক উপহারও পেয়েছেন উজবেক খেলোয়াড়রা। উজবেকিস্তানকে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নিয়ে যাওয়ায় দেশটির প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ পূর্বঘোষণা অনুযায়ী প্রত্যেক খেলোয়াড়কে উপহার দিয়েছেন একটি করে নতুন কার।
আরও পড়ুনপ্রথমবারের মতো বিশ্বকাপে উজবেকিস্তান–জর্ডান, আরও যারা বিশ্বকাপের টিকিট পেল০৬ জুন ২০২৫এমনকি উপহার দেওয়া সেই গাড়িগুলো গতকাল মাঠে এনে সারিবদ্ধভাবে সাজিয়েও রাখা হয়। এর আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পরই চীনের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির নির্মিত চ্যাম্পিয়ন কার উপহার দেওয়ার বিষয়টি ঘোষণা করেন প্রেসিডেন্ট শাভকাত। আর গতকাল বুঝিয়ে দেওয়া হয় প্রতিশ্রুত সেই গাড়িগুলো।
উজবেকিস্তানের খেলোয়াড়দের উদ্যাপন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উজব ক স ত ন ব শ বক প র প রথমব র উপহ র
এছাড়াও পড়ুন:
ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া
ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক সব সময়ই দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক কৌশল অনুযায়ী এগিয়েছে।
অতীতেও দ্বিপক্ষীয় সিরিজে লম্বা বিরতি দেখা গেছে। ১৯৫৪ থেকে ১৯৭৮—টানা ২৪ বছর পাকিস্তান সফরে যায়নি ভারত। আবার ১৯৬০ সালের পর পাকিস্তানও প্রথমবারের মতো ভারতে খেলতে যায় ১৯৭৯ সালে।
এরপর ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তান নিয়মিত মুখোমুখি হয়েছে। এই সময়ে ভারত তিনবার পাকিস্তান সফরে গিয়ে খেলে ১২ টেস্ট, পাকিস্তানও ভারতে গিয়ে খেলে ৮ টেস্ট।
দীর্ঘ বিরতির পর ১৯৯৯ সালে পাকিস্তান তিন টেস্ট খেলতে ভারতে যায়। এর মধ্যে একটি ছিল কলকাতার ইডেন গার্ডেনে প্রথম এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত ফিরতি টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যায় ২০০৪ সালে, যা ছিল ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের অভিষেকের পর প্রথমবার।
২০০৪ সালের পাকিস্তান সফরে কড়া নিরাপত্তায় ব্যাটিংয়ে নামেন শচীন টেন্ডুলকার