বিশ্বকাপে জায়গা করে গাড়ি উপহার পেলেন উজবেকিস্তানের সব খেলোয়াড়
Published: 11th, June 2025 GMT
আবুধাবিতে ৫ জুন রাতে আরব আমিরাতের বিপক্ষে গোলশূন্য ড্র করে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে উজবেকিস্তান। প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া যেকোনো দলের জন্যই বিশেষ কিছু। কিন্তু এমন কিছুর উদ্যাপন বিদেশের মাটিতে কি আর সেভাবে জমে!
ফলে উজবেক খেলোয়াড়দের অপেক্ষা ছিল ঘরের মাঠে দেশের মানুষদের সঙ্গে এই অর্জনকে ভাগ করে নেওয়ার। দেশটির জনগণও অপেক্ষায় ছিল খেলোয়াড়দের রাজকীয়ভাবে বরণ করে নেওয়ার। গতকাল রাতে রাজধানী তাশখন্দের মিল্লি স্টেডিয়য়ামে কাতারকে ৩–০ গোলে হারিয়ে কাঙ্ক্ষিত সেই উদ্যাপনই সেরেছে উজবেকরা।
উদ্যাপনের বিশেষ এই মুহূর্তে দারুণ এক উপহারও পেয়েছেন উজবেক খেলোয়াড়রা। উজবেকিস্তানকে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নিয়ে যাওয়ায় দেশটির প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ পূর্বঘোষণা অনুযায়ী প্রত্যেক খেলোয়াড়কে উপহার দিয়েছেন একটি করে নতুন কার।
আরও পড়ুনপ্রথমবারের মতো বিশ্বকাপে উজবেকিস্তান–জর্ডান, আরও যারা বিশ্বকাপের টিকিট পেল০৬ জুন ২০২৫এমনকি উপহার দেওয়া সেই গাড়িগুলো গতকাল মাঠে এনে সারিবদ্ধভাবে সাজিয়েও রাখা হয়। এর আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পরই চীনের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির নির্মিত চ্যাম্পিয়ন কার উপহার দেওয়ার বিষয়টি ঘোষণা করেন প্রেসিডেন্ট শাভকাত। আর গতকাল বুঝিয়ে দেওয়া হয় প্রতিশ্রুত সেই গাড়িগুলো।
উজবেকিস্তানের খেলোয়াড়দের উদ্যাপন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উজব ক স ত ন ব শ বক প র প রথমব র উপহ র
এছাড়াও পড়ুন:
কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।
কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।
এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।
সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা