জেলের জালে বিরল প্রজাতির ৪ টিয়া মাছ
Published: 12th, June 2025 GMT
পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে আবু সালেক (৪০) নামে এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ৪টি টিয়া বা প্যারট মাছ।
বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে মাছগুলো আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তে তিনি নিয়ে আসেন। এর আগে গতকাল বুধবার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরের পায়রা বন্দরের শেষ বয়া এলাকায় মাছগুলো ধরা পড়ে।
আবু সালেক চট্টগ্রামের বাঁশখালি থেকে আল্লাহর দোয়া-৪ নামে একটি ট্রলার নিয়ে ১৭ জেলেসহ সাগরে মাছ শিকারে গিয়েছিলেন। সেখানেই তিনি ৪টি টিয়ামাছ ধরেন। মাছের ওজন ৫ কেজি। ৫শ’ টাকা কেজি দরে মাছগুলো তিনি বিক্রি করেন।
স্থানীয়ভাবে মাছগুলোকে ‘টিয়া’ বলা হলেও এর বৈজ্ঞানিক নাম স্কারাস জুফার। সবসময় এই মাছ ধরা পড়ে না। ফলে মাছগুলো নিয়ে আসার পর দেখার জন্য আড়তে ভিড় করে উৎসুক জনতা।
আবু সালেক বলেন, ‘‘ইলিশ এবং পোয়াসহ অন্যান্য মাছের সঙ্গে টিয়া মাছগুলো ধরা পড়েছে। এর আগে এ মাছ আমাদের জালে কখনো ধরা পরেনি। মাছগুলো পোয়া মাছের সঙ্গে নিলামে বিক্রি করেছি। কিনেছেন আব্দুল্লাহ। তিনি মাছগুলো আরো বেশি দামে বিক্রির জন্য চট্টগ্রামে পাঠাবেন।’’
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘‘মাছগুলো বাংলাদেশে দেখা যায় না। স্কারাস জুফার, যা প্যারট ফিশ নামে পরিচিত। এটি স্কারিডে পরিবারের সামুদ্রিক রশ্মি-পাখাযুক্ত মাছ। এ মাছ ওমানের মধ্য থেকে দক্ষিণ উপকূলীয় জলসীমায় পাওয়া যায়। জুফার প্রথম ১৯৯৫ সালে শনাক্ত করা হয়। এ প্রজাতির মাছ নীল-সবুজ রঙের এবং ৫২ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায়।’’
ইমরান//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা