রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর ওপর চলমান ধ্বংসযজ্ঞের ঘটনায় উদ্বেগ জানিয়ে তা বন্ধের দাবি জানিয়েছে পুরান ঢাকার ঐতিহ্য নিয়ে কাজ করা সংগঠন আরবান স্টাডি গ্রুপ (ইউএসজি)।

সোমবার সন্ধ্যায় ইউএসজির প্রধান নির্বাহী তাইমুর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে ৬টি দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে পুরান ঢাকায় ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর ওপর চলমান ধ্বংসযজ্ঞ অবিলম্বে বন্ধ করা, তালিকাভুক্ত সব স্থাপনাকে যথাযথভাবে সুরক্ষা দেওয়া এবং সংরক্ষণ নিশ্চিত করা, ঢাকা মহানগরীর ঐতিহ্যবাহী স্থাপনার চূড়ান্ত তালিকা প্রণয়ন না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় অনুযায়ী আরবান স্টাডি গ্রুপের তালিকাভুক্ত সব স্থাপনার সুরক্ষা নিশ্চিত করা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরান ঢাকার একাধিক ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন ভবন ধ্বংসের যে অপতৎপরতা চলছে, তা চরমভাবে উদ্বিগ্ন ও আতঙ্কিত করেছে। এই ভাঙচুরের ঘটনাগুলো ঘটেছে কখনো বেসরকারি ভবনে, কখনো সরকারি মালিকানাধীন বা ব্যবস্থাপনাধীন ভবনে এমনকি হাইকোর্টের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে কিংবা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন স্থাপনাতেও।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে ঈদুল আজহার আগে টিপু সুলতান রোডের শতবর্ষী শঙ্খনিধী হাউজ (রাধাকৃষ্ণ মন্দির), ফরাশগঞ্জের ঐতিহ্যবাহী স্থাপনা মঙ্গলালয়ে আবারও ভাঙচুর, উচ্চ আদালতের রায় লঙ্ঘন করে সরকারি উদ্যোগে শতবর্ষী নারিন্দা স্যুয়ারেজ পাম্পিং স্টেশন, নারী জাগরণের অগ্রদূত নূরজাহান বেগমের বাসভবন (নাসিরউদ্দিন স্মৃতি ভবন হিসেবে পরিচিত) ভাঙার ঘটনার বিবরণ তুলে ধরে উদ্বেগ জানানো হয়।

আরও পড়ুনপুরান ঢাকার পুরাকীর্তিগুলো কি হারিয়ে যাবে২৯ ডিসেম্বর ২০২৩.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাইজিংবিডিতে সংবাদ প্রকাশ: ডেরা রিসোর্টের লাইসেন্স বাতিল

মানিকগঞ্জের ঘিওরের বালিয়াখোড়ায় অবস্থিত ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের নানা অনিয়ম নিয়ে রাইজিংবিডিতে ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। একইসঙ্গে ডেরা রিসোর্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে মানিকগঞ্জের জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর)  বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী নিয়ন্ত্রক (সিনিয়র সহকারী সচিব) শেখ রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক নির্দেশনা পত্রে এ তথ্য জানানো হয়েছে। 

জানা গেছে, ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টার ২০২২ সালের ১৮ ডিসেম্বর লাইসেন্স প্রাপ্তির আবেদন করেন। নানা অনিয়মের কারণে তাদের লাইসেন্স নামঞ্জুর করা হয়েছে। রিসোর্টের লাইসেন্স না থাকায় প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। 

২০২৫ সালের ১৪ জানুয়ারি ‘ফসলি জমি দখল করে ডেরা রিসোর্ট নির্মাণ, বিপাকে কৃষক’; ১৯ মার্চ ‘ছাড়পত্র ছাড়াই চলছে ডেরা রিসোর্ট, তদন্ত কমিটি গঠন’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে রাইজিংবিডি। গত ১৩ সেপ্টেম্বর ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশের পর বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ডেরার লাইসেন্স নামঞ্জুর করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। 

সুশাসনের জন্য নাগরিক মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক ইন্তাজ উদ্দিন বলেন, “অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিতে ডেরা রিসোর্ট নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোতে সাধারণ মানুষের ক্ষোভ ও ভোগান্তি তুলে ধরা হয়েছে। প্রতিবেদক অনুসন্ধান করে ডেরা রিসোর্টের নানা অনিয়ম তুলে এনেছেন। প্রতিবেদন প্রকাশের পর প্রশাসন লাইসেন্স বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে এটি ভালো উদ্যোগ। তবে এসব নির্দেশনা কাগজে কলমের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন করাটাই বড় কাজ। নির্দেশনা বাস্তবায়ন হলে সুশাসন নিশ্চিত হবে।” 

মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশনার কপি পেয়েছি। সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপক ওমর ফারুক বলেন, “লাইসেন্সের বিষয়ে কোন নোটিশ এখনও পাইনি আমরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়েও জানা নেই। যদি লাইসেন্স বাতিল করে থাকে, তাহলে আমরা আইনিভাবে বিষয়টি সমাধান করব।”

এ বিষয়ে জানতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এশিউর গ্রুপের অঙ্গসংগঠন ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শেখ সাদীর মোবাইলে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ঢাকা/চন্দন/এস

সম্পর্কিত নিবন্ধ