পুরান ঢাকায় ঐতিহ্যবাহী স্থাপনায় ধ্বংসযজ্ঞ বন্ধের দাবি আরবান স্টাডি গ্রুপের
Published: 17th, June 2025 GMT
রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর ওপর চলমান ধ্বংসযজ্ঞের ঘটনায় উদ্বেগ জানিয়ে তা বন্ধের দাবি জানিয়েছে পুরান ঢাকার ঐতিহ্য নিয়ে কাজ করা সংগঠন আরবান স্টাডি গ্রুপ (ইউএসজি)।
সোমবার সন্ধ্যায় ইউএসজির প্রধান নির্বাহী তাইমুর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে ৬টি দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে পুরান ঢাকায় ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর ওপর চলমান ধ্বংসযজ্ঞ অবিলম্বে বন্ধ করা, তালিকাভুক্ত সব স্থাপনাকে যথাযথভাবে সুরক্ষা দেওয়া এবং সংরক্ষণ নিশ্চিত করা, ঢাকা মহানগরীর ঐতিহ্যবাহী স্থাপনার চূড়ান্ত তালিকা প্রণয়ন না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় অনুযায়ী আরবান স্টাডি গ্রুপের তালিকাভুক্ত সব স্থাপনার সুরক্ষা নিশ্চিত করা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরান ঢাকার একাধিক ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন ভবন ধ্বংসের যে অপতৎপরতা চলছে, তা চরমভাবে উদ্বিগ্ন ও আতঙ্কিত করেছে। এই ভাঙচুরের ঘটনাগুলো ঘটেছে কখনো বেসরকারি ভবনে, কখনো সরকারি মালিকানাধীন বা ব্যবস্থাপনাধীন ভবনে এমনকি হাইকোর্টের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে কিংবা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন স্থাপনাতেও।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে ঈদুল আজহার আগে টিপু সুলতান রোডের শতবর্ষী শঙ্খনিধী হাউজ (রাধাকৃষ্ণ মন্দির), ফরাশগঞ্জের ঐতিহ্যবাহী স্থাপনা মঙ্গলালয়ে আবারও ভাঙচুর, উচ্চ আদালতের রায় লঙ্ঘন করে সরকারি উদ্যোগে শতবর্ষী নারিন্দা স্যুয়ারেজ পাম্পিং স্টেশন, নারী জাগরণের অগ্রদূত নূরজাহান বেগমের বাসভবন (নাসিরউদ্দিন স্মৃতি ভবন হিসেবে পরিচিত) ভাঙার ঘটনার বিবরণ তুলে ধরে উদ্বেগ জানানো হয়।
আরও পড়ুনপুরান ঢাকার পুরাকীর্তিগুলো কি হারিয়ে যাবে২৯ ডিসেম্বর ২০২৩.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাশিয়ার দূরপ্রাচ্য উপকূলীয় এলাকায় ৮.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
রাশিয়ার দূরপ্রাচ্য উপকূলীয় এলাকায় ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় আজ বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ইউএসজিএস শুরুতে বলেছিল, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৮। পরে তা সংশোধন করে ৮ দশমিক ৭ করা হয়। তারা আবার সংশোধন করে ৮ দশমিক ৮ করে।সংস্থাটি বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাশিয়ার পেত্রপাভলোভস্ক-কামচ্যাটস্কি শহর থেকে ১৩৬ কিলোমিটার বা প্রায় ৮৫ মাইল পূর্বে, প্রশান্ত মহাসাগরের তলদেশে।
রাশিয়ার উপকূলে এই শক্তিশালী ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া সংস্থা সুনামি সতর্কতা জারি করে। সতর্কবার্তায় বলা হয়, জাপানের পূর্ব উপকূলে এক মিটার বা ৩ দশমিক ৩ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।
হালনাগাদ সতর্কবার্তায় বলা হয়, জাপানের হোক্কাইডোর উত্তরাঞ্চলে আজ স্থানীয় সময় সকাল ১০টা থেকে তিন মিটারের বেশি উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। ধীরে ধীরে তা দক্ষিণে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে ভূমিকম্পের পরপরই যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র দেশটির হাওয়াই অঙ্গরাজ্যের জন্য তাৎক্ষণিক ‘সুনামি নজরদারি’ ঘোষণা করেছে। একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে তাইওয়ানেও।
এই শক্তিশালী ভূমিকম্পে রাশিয়ায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দেশটির কামচ্যাটকা উপদ্বীপে গত কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
কামচ্যাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে বলেন, আজকের ভূমিকম্পটি বেশ গুরুতর ছিল। এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী। প্রাথমিক তথ্যে কারও হতাহতের খবর মেলেনি। তবে একটি কিন্ডারগার্টেন স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।
গভর্নর আরও জানান, সুনামি সতর্কতা জারির পর স্থানীয় শাখালিন অঞ্চলের ছোট একটি শহর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।