গলের উইকেট ব্যাটিং বান্ধব। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শান্ত জানিয়েছিলেন, গলে দুই-তিনদিন উইকেট ব্যাটিংয়ের জন্য খুবই ভালো থাকে। অনেক রান হয়। তার কথা মতো, গল টেস্টে প্রথম দু’দিন ব্যাটিং করে ৪৯৫ রান তোলে বাংলাদেশ দল। তৃতীয় দিন আরও দাপুটে ব্যাটিং করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। ৪ উইকেট হারিয়ে তারা তুলেছে ৩৬৮ রান।

শান্ত ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বলেছিলেন, চতুর্থ দিন থেকে গলে স্পিন ধরে। শেষ দিকে স্পিন সামলানো চ্যালেঞ্জিং হয়। চতুর্থ দিনের উইকেট কেমন হবে পারে তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে ওই ধারণা দিয়েছেন বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট।

তিনি জানিয়েছেন, এখনো উইকেটে তেমন কোন পরিবর্তন চোখে পড়েনি, ‘এটা খুব ভালো ব্যাটিং উইকেট। পেস বোলারদের জন্য কঠিন কন্ডিশন। তারা খুবই চেষ্টা করেছে। প্রথম নতুন বলে শুরুটা ভালো হতে পারতো। যেটা আমরা মিস করেছি। উইকেট একই রকম আছে। এখনো তেমন কোন পরিবর্তন আসেনি।’

তবে চতুর্থ দিনে স্পিন বল আরেকটু ধরতে পারে এই আশা করছেন সাবেক অজি পেসার টেইট, ‘তৃতীয় দিন উইকেট যতটা ভাবা হয়েছিল ততটা ভাঙেনি। বল আজ কিছুটা টার্ন করেছে। তা বলার মতো নয়। এখনো দু’দিন বাকি আছে। টেস্টে যা কিছু ঘটতে পারে। টেস্ট ক্রিকেট খুব দ্রুত বদলে যায়। সেজন্য কঠোর পরিশ্রম ধরে রাখতে হবে।’

প্রথম ইনিংসে ১৬ ওভারে ৮০ রান দেওয়া নাহিদ রানার হয়ে ঢালও ধরেছেন নতুন টাইগার পেস বোলিং কোচ, ‘এমন গতিতে যে বল করতে পারে, তার মাঝে মধ্যেই নতুন বল হাতে নেওয়া উচিত। জানি না, সামনে নতুন বল কে নেবে। তবে এটা নাহিদের নেওয়া উচিত। তার দিকে সকলের অনেক মনোযোগ এবং প্রত্যাশার চাপও আছে। ওই চাপ সামাল দেওয়াও আমার দায়িত্ব।’ 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গল ট স ট উইক ট

এছাড়াও পড়ুন:

অভিনেত্রীর সাত মাসের শিশুকে নিয়ে ট্রল, সাইবার সেলে মামলা

টেলিভিশনের জনপ্রিয় বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যের সাত মাসের সন্তানকে ঘিরে সাইবার বুলিংয়ের ঘটনা সামনে এসেছে। সদ্যোজাত পুত্রসন্তান জয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজার হাজার কুরুচিপূর্ণ মন্তব্য, বিদ্রূপ, এমনকি বর্ণবিদ্বেষমূলক ট্রল করা হয়েছে। আর তাতেই ক্ষুব্ধ ও মর্মাহত হয়ে সাইবার সেলে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন দেবলীনা।
দেবলীনা ও তাঁর স্বামী শাহবাজ শেখের একমাত্র সন্তান জয়। জন্মের পর থেকেই ইনস্টাগ্রামে জয়কে নিয়ে বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করতেন দেবলীনা। তবে সম্প্রতি ছেলের গায়ের রং নিয়ে তাঁকে টার্গেট করে ভয়ানক বর্ণবাদী মন্তব্য করতে শুরু করেন অনেকে। ইনস্টাগ্রামের বিভিন্ন পোস্টে ছোট্ট জয়কে উদ্দেশ করে ব্যবহার করা হয় অশালীন ও কুরুচিপূর্ণ শব্দ।

স্বাভাবিকভাবে একজন মা হিসেবে এই অন্যায্য আচরণ আর সহ্য করতে পারেননি দেবলীনা। তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কিছু নেতিবাচক মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করেন এবং জানান, ইতিমধ্যেই তিনি সাইবার ক্রাইম সেলে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন। দেবলীনার ভাষায়, তাঁর সন্তানের উদ্দেশে দুই হাজারের বেশি বিরূপ মন্তব্য করা হয়েছে।

ইনস্টাগ্রাম ও ফেসবুকে এ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য

সম্পর্কিত নিবন্ধ