‘ব্যাংকগুলোর খেলাপি ঋণসহ আর্থিক নিরীক্ষায় আমাদের স্বাধীনতা ছিল না। বিভিন্ন চাপের মুখে নিরীক্ষকদের হাত-পা বাঁধা ছিল। আর্থিক নিরীক্ষা প্রতিবেদন প্রকাশে আমরা বাংলাদেশ ব্যাংক ও আদালতের রায় উপেক্ষা করতে পারিনি।’ ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির কাউন্সিল বা পর্ষদ সদস্য মেহেদি হাসান এ কথা বলেন।

মেহেদি হাসান বলেন, ব্যাংক খাতের কোন ঋণকে খেলাপি ঋণ হিসেবে গণ্য করা হবে, সেই মানদণ্ড নির্ধারণ করে দিত বাংলাদেশ ব্যাংক। সেটি অনুসরণ করে বিগত সময়ে ব্যাংকগুলোর আর্থিক নিরীক্ষা প্রতিবেদন তৈরি করতে হতো। তিনি আরও বলেন, ‘কারও কারও ব্যক্তিগত ব্যর্থতা আমরা অভ্যন্তরীণ প্রতিবেদনে তুলে ধরেছি। তবে বাংলাদেশ ব্যাংকের নীতিমালার বাইরে গিয়ে আমাদের কিছু করার সুযোগ ছিল না।’

আজ বৃহস্পতিবার আইসিএবি মিলনায়তনে ‘জাতীয় স্বার্থে নিরীক্ষা সুরক্ষা: স্থানীয় ও বৈশ্বিক প্রেক্ষাপট’ শীর্ষক এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিএবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শুভাশীষ বসু। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইসিএবির সাবেক সভাপতি শাহাদাৎ হোসেইন, মোহাম্মদ ফোরকান উদ্দিন ও মো.

মনিরুজ্জামান; পর্ষদ সদস্য মোহাম্মদ রোকনুজ্জামান, জেরীন মাহমুদ, সাব্বীর আহমেদ ও কাউন্সিলের সদস্যরা।

সম্প্রতি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এক সংবাদ সম্মেলনে নিরীক্ষা পেশা নিয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছে বলে জানান শুভাশীষ বসু। তিনি বলেন, ‘প্রতিবছর বাজেট ঘোষণার আগে প্রাক্‌-বাজেট আলোচনা করি, যেখানে সাধারণ মানুষের চাহিদার ভিত্তিতে প্রস্তাবনা রাজস্ব বোর্ডে জমা দিই। অন্যান্য মন্ত্রণালয়েও আমরা অর্থনীতি বিষয়ে নীতিগত পরামর্শ দিয়ে থাকি। বাজেটে দেশের সাধারণ মানুষের জন্য ইতিবাচক ফল বয়ে আনার জন্যই আমাদের প্রচেষ্টা।’

আইসিএবির সভাপতি মারিয়া হাওলাদার লিখিত বক্তব্যে আইসিএমএবির সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্যের সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমাদের জনবলের কোনো ঘাটতি নেই। বর্তমানে ৬১৩ জন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অনুশীলনরত আছেন, যাঁদের সহায়তা করছেন আরও ১৪৫ জন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। আইসিএমএবি দাবি করেছে যে দেশে নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা তিন লাখ। ২০২৪ সালে নিরীক্ষাকৃত মোট ৫৭ হাজার ৯৯৩টি প্রতিষ্ঠান ডিজিটাল ভেরিফিকেশন কোড (ডিভিসি) ইস্যু করা হয়। যা আয়কর রিটার্ন জমাদানের সংখ্যার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। তাই দেশে নিরীক্ষকের ঘাটতি রয়েছে, আইসিএমএবির এমন বক্তব্য সঠিক নয়।

মারিয়া হাওলাদার আরও বলেন, ‘দেশ থেকে ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার পাচারের ঘটনায় নিরীক্ষকেরা সহায়তা করেছেন বলে যে তথ্য দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন। মানি লন্ডারিং, খেলাপি ঋণ, শেয়ারবাজারের সংকট ও বিদেশি বিনিয়োগ হ্রাসের মতো বিষয়েও আর্থিক নিরীক্ষকদের জড়িয়ে আইসিএমএবির বক্তব্য আমাদের পেশাকে হেয় করার অপচেষ্টা।’

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইসিএবির নির্বাচিত পর্ষদ সদস্য সাব্বীর আহমেদ বলেন, কস্ট অ্যাকাউন্ট্যান্টদের আর্থিক নিরীক্ষার অধিকার না থাকার বিষয়টি আন্তর্জাতিকভাবেই স্বীকৃত। চাইলে তাঁরা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে পারেন। আইসিএলে সে সুযোগও দেয়। কিন্তু বিভ্রান্তি ছড়িয়ে এই পেশাকে প্রশ্নবিদ্ধ করা অনুচিত।

আইসিএমএবির সংবাদ সম্মেলনের সমালোচনা করে সাব্বীর আহমেদ আরও বলেন, ‘ভুল করলে আমরা নিজেরাও শাস্তি দিই। সদস্যদের বহিষ্কার করার তথ্য ওয়েবসাইটে প্রকাশ করি। কিন্তু ঢালাওভাবে টাকা পাচারের মতো গুরুতর ইস্যুতে নিরীক্ষকদের দায় দেওয়া উচিত নয়। এই পেশা নিয়ে গঠনমূলক সমালোচনা হোক, তবে বিভ্রান্তি ছড়ানো দুঃখজনক।’

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপস্থিত অন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা বলেন, ‘অনেক সময় ব্যাংকের চাপে নিরীক্ষা প্রতিবেদনে বাস্তব তথ্য তুলে ধরা যায় না। আমাদের কারও ঘাড়ে একাধিক মাথা নেই যে ঝুঁকি নিয়ে সব সত্য প্রকাশ করব। এ বিষয়ে আমরা অপপ্রচার নয়, গঠনমূলক সমালোচনা চাই।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ র ট র ড অ য ক উন ট য ন ট আর থ ক ন র ক ষ আম দ র উপস থ সদস য

এছাড়াও পড়ুন:

নোবিপ্রবির আওয়ামীপন্থি কর্মকর্তা স্থায়ী বহিষ্কার 

আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী পরিচালক জিয়াউর রহমান ভূঁইয়াকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশ্লীল ও শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করায় স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরো পড়ুন:

জুলাই বিরোধিতা: ইবির ৩০ শিক্ষক-কর্মচারী ও ৩৩ ছাত্রলীগ নেতার ‘শাস্তি’

আ.লীগে যোগ দেওয়া মুবিনকে আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার 

সোমবার (৩ নভেম্বর) নোবিপ্রবির রেজিষ্টার (ভারপ্রাপ্ত) মো. তামজীদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে এ বিষয়ে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের  রিজেন্ট বোর্ডের ৬৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

নোটিশে বলা হয়েছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী পরিচালক জিয়াউর রহমান ভূঁইয়া অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকায় এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত বিদেশে গমন করেন, যা সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল ) বিধিমালা ২০১৮ এর ধারা ২(চ) অনুযায়ী ‘পলায়ন’ ।

এছাড়া একজন সরকারি চাকরিজীবী হয়েও রাজনৈতিক মতাদর্শ প্রকাশ করায় ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ,২০০১’ এর ধারা ৪৭(৫) এর স্পষ্ট লঙ্ঘন। 

নোটিশে আরো বলা হয়েছে, গত ২৮ মে  আপনাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলে সেটির জবাব যথাযথ হয়নি। পরবর্তীতে তদন্ত কমিটি আপনাকে পুনরায় ৭ জুলাই বিজ্ঞ আইনজীবীর মতামত এবং ৩১ জুলাই প্রেরিত নোটিশের জবাব না দেয়ায় গত ১৩ সেপ্টেম্বর নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের ৬৭ তম সভার আলোচ্যসূচি-১৮ এর সিদ্ধান্ত অনুযায়ী তাকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ৪৭(৮) ধারা অনুযায়ী এবং সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল ) বিধিমালা ২০১৮ এর বিধি ৩ (খ) ও (গ) অনুযায়ী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সহকারী পরিচালক (সামরিক বরখাস্ত) পদ থেকে চূড়ান্ত বা স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো লেনদেন থাকলে সেটি বিশ্ববিদ্যালয় আইন ও বিধি অনুযায়ী নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে জিয়াউর রহমান ভূঁইয়া আওয়ামী রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী রাজনীতির বিভিন্ন পোস্ট দিয়ে থাকেন এই কর্মকর্তা।

ঢাকা/শফিউল্লাহ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ