বাংলাদেশ: ৪৯৫/১০

শ্রীলঙ্কা: ৩৬৮/৪ 

গল টেস্টের চতুর্থ দিন মাঠে নেমেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। বাংলাদেশের ৪৯৫ রানের জবাবে প্রথম ইনিংসে খেলতে নেমে পালটা আক্রমণ করছে স্বাগতিক শিবির। ১২৭ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করেছে দলটি। কামিন্দু ৩৭ ও ধনাঞ্জয়া ১৭ রানে দিন শুরু করেন। 

তৃতীয় দিন শেষে 

৪ উইকেটে ৩৬৮ রানে তৃতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা। কামিন্দু ৩৭ ও ধনাঞ্জয়া ১৭ রানে অপরাজিত আছেন। এখনো তারা পিছিয়ে আছে ১২৭ রানে। বাংলাদেশের প্রয়োজন ৬ উইকেট। নিসাঙ্কা একাই ১৮৭ রান করেন। তিনি ভিত গড়ে দেন বড় সংগ্রহের। এ ছাড়া চান্দিমাল ৫৪ ও অ্যাঞ্জেলা ম্যাথুজ ৩৯ রান করেন। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন হাসান তাইজুল মুমিনুল ও নাঈম। উইকেট পাননি নাহিদ রানা। এর আগে বাংলাদেশ সকালে ব্যাটিং করতে নেমে মাত্র ১১ রান যোগ করে। অলআউট হয় ৪৯৫ রানে। 

ঢাকা/রিয়াদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট

এছাড়াও পড়ুন:

অভিনেত্রীর সাত মাসের শিশুকে নিয়ে ট্রল, সাইবার সেলে মামলা

টেলিভিশনের জনপ্রিয় বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যের সাত মাসের সন্তানকে ঘিরে সাইবার বুলিংয়ের ঘটনা সামনে এসেছে। সদ্যোজাত পুত্রসন্তান জয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজার হাজার কুরুচিপূর্ণ মন্তব্য, বিদ্রূপ, এমনকি বর্ণবিদ্বেষমূলক ট্রল করা হয়েছে। আর তাতেই ক্ষুব্ধ ও মর্মাহত হয়ে সাইবার সেলে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন দেবলীনা।
দেবলীনা ও তাঁর স্বামী শাহবাজ শেখের একমাত্র সন্তান জয়। জন্মের পর থেকেই ইনস্টাগ্রামে জয়কে নিয়ে বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করতেন দেবলীনা। তবে সম্প্রতি ছেলের গায়ের রং নিয়ে তাঁকে টার্গেট করে ভয়ানক বর্ণবাদী মন্তব্য করতে শুরু করেন অনেকে। ইনস্টাগ্রামের বিভিন্ন পোস্টে ছোট্ট জয়কে উদ্দেশ করে ব্যবহার করা হয় অশালীন ও কুরুচিপূর্ণ শব্দ।

স্বাভাবিকভাবে একজন মা হিসেবে এই অন্যায্য আচরণ আর সহ্য করতে পারেননি দেবলীনা। তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কিছু নেতিবাচক মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করেন এবং জানান, ইতিমধ্যেই তিনি সাইবার ক্রাইম সেলে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন। দেবলীনার ভাষায়, তাঁর সন্তানের উদ্দেশে দুই হাজারের বেশি বিরূপ মন্তব্য করা হয়েছে।

ইনস্টাগ্রাম ও ফেসবুকে এ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য

সম্পর্কিত নিবন্ধ