শ্রীলঙ্ককে দ্রুত অলআউটের আশায় মাঠে বাংলাদেশ
Published: 20th, June 2025 GMT
বাংলাদেশ: ৪৯৫/১০
শ্রীলঙ্কা: ৩৬৮/৪
গল টেস্টের চতুর্থ দিন মাঠে নেমেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। বাংলাদেশের ৪৯৫ রানের জবাবে প্রথম ইনিংসে খেলতে নেমে পালটা আক্রমণ করছে স্বাগতিক শিবির। ১২৭ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করেছে দলটি। কামিন্দু ৩৭ ও ধনাঞ্জয়া ১৭ রানে দিন শুরু করেন।
তৃতীয় দিন শেষে
৪ উইকেটে ৩৬৮ রানে তৃতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা। কামিন্দু ৩৭ ও ধনাঞ্জয়া ১৭ রানে অপরাজিত আছেন। এখনো তারা পিছিয়ে আছে ১২৭ রানে। বাংলাদেশের প্রয়োজন ৬ উইকেট। নিসাঙ্কা একাই ১৮৭ রান করেন। তিনি ভিত গড়ে দেন বড় সংগ্রহের। এ ছাড়া চান্দিমাল ৫৪ ও অ্যাঞ্জেলা ম্যাথুজ ৩৯ রান করেন। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন হাসান তাইজুল মুমিনুল ও নাঈম। উইকেট পাননি নাহিদ রানা। এর আগে বাংলাদেশ সকালে ব্যাটিং করতে নেমে মাত্র ১১ রান যোগ করে। অলআউট হয় ৪৯৫ রানে।
ঢাকা/রিয়াদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।
কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।
এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।
সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা