১৪ কোটি টাকা জরিমানা গুনলো ম্যানসিটিকে
Published: 20th, June 2025 GMT
ম্যানচেস্টার সিটির জন্য সময়টা ভালো যাচ্ছে না। প্রিমিয়ার লিগে কাঙ্ক্ষিত শিরোপা হাতছাড়া হয়েছে আগেই। তৃতীয় স্থান নিয়ে মৌসুম শেষ করতে হয়েছে। সেই হতাশার রেশ কাটতে না কাটতেই আরেকটি ধাক্কা। সময় ব্যবস্থাপনা করতে ব্যর্থ হওয়ায় ১.০৮ মিলিয়ন ইউরো জরিমানা গুনতে হচ্ছে বর্তমান ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়নদের। বাংলাদেশি মুদ্রায় যেটা ১৪ কোটি ২০ লাখ টাকার বেশি।
প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত ৯টি ম্যাচে সময়মতো খেলা শুরু করতে ব্যর্থ হয়েছিল সিটি। কখনো ম্যাচ শুরুর সময় পিছিয়েছে, কখনো বা দ্বিতীয়ার্ধে মাঠে ফিরতেও সময় নিয়েছে বেশি। বিশেষ করে, ম্যানচেস্টার ডার্বিতে ২ মিনিট ২৬ সেকেন্ড দেরিতে খেলা শুরুর ঘটনাটি রীতিমতো আলোচনার জন্ম দেয়।
সিটি তাদের এই নিয়ম ভঙ্গের দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করলেও আর্থিক জরিমানা থেকে রেহাই পায়নি। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে নিষেধাজ্ঞার সম্ভাবনার বিষয়েও উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।
আরো পড়ুন:
ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত সূচনা চ্যাম্পিয়ন ম্যানসিটির
ম্যানসিটির নতুন অধিনায়কের নাম জানালেন গার্দিওলা
লিগ কর্তৃপক্ষ বলেছে, ম্যাচের সময়ানুবর্তিতা শুধু একটি টিম ম্যানেজমেন্ট বিষয় নয়, এটি ব্রডকাস্টার ও সমর্থকদের প্রতিও সম্মান প্রদর্শন। নির্ধারিত সূচি বজায় রাখতে সব ক্লাবেরই সমান সচেতন থাকা জরুরি।
এটাই প্রথম নয়। আগের মৌসুমেও একই অপরাধে প্রায় ২ মিলিয়ন ইউরো জরিমানা হয়েছিল গার্দিওলার দলের ওপর। সেখান থেকে শিক্ষা না নেওয়াই যেন আবারও ডেকে আনল অর্থনৈতিক বিপর্যয়।
৩২ দল নিয়ে আয়োজিত ক্লাব বিশ্বকাপের এবারের টুর্নামেন্টে শুরুটা অবশ্য ভালো হয়েছে ম্যানসিটির। ওয়াইদাদ কাসাব্লাঙ্কার বিপক্ষে ফিল ফোডেন ও জেরেমি ডকুর গোলে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে তারা।
সোমবার (২৩ জুন) আল-আইনের মুখোমুখি হবে গার্দিওলার দল। এরপর ২৭ জুন লড়বে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের বিপক্ষে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হাতকড়া খুলে আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার
বরগুনার আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) রাতে সদর উপজেলার ক্রোক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে রবিবার বিকালে আদালত থেকে জেলহাজতে পাঠানোর সময় হাতকড়া খুলে পালিয়ে যায় এ আসামি।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া আল আমিন উপজেলার লেমুয়া পাঠাকাটা গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
সদর থানা পুলিশ জানায়, আল আমিনের বিরুদ্ধে তার প্রথম স্ত্রী ২০১৮ সালে বরগুনা সিনিয়র সহকারী জজ আদালতে একটি পারিবারিক মামলা করেন। মামলায় আল আমিনের বিরুদ্ধে ডিক্রি জারি করা হয়। এমনকি পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গত শনিবার বরগুনা থানার পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করে। রবিবার আদালতে হাজির করলে সিনিয়র সহকারী জজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকালে আসামিদের কারাগারে নেওয়ার পথে জেলা ও জজ আদালতের দক্ষিণ পাশের প্রধান ফটকের সামনে প্রিজন ভ্যানে তোলার সময় আল আমিন হাতকড়া খুলে পালিয়ে যায়।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসেন রাইজিংবিডিকে বলেন, “এই ঘটনায় অপরাধীকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। তবে, দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় এক পুলিশ অফিসারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।”
ঢাকা/ইমরান/এস