Samakal:
2025-09-18@08:23:42 GMT

পবিত্র আশুরা পালিত

Published: 7th, July 2025 GMT

পবিত্র আশুরা পালিত

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে গত রোববার সারাদেশে পবিত্র আশুরা পালিত হয়েছে। ঐতিহাসিক কারবালার শোকাবহ ও ঘটনাবহুল দিনটিতে পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের করেন শিয়া মুসলিমরা। সকাল ১০টায় হোসেনী দালান ইমামবাড়া থেকে ১০ মহররমের প্রধান তাজিয়া মিছিল বের হয়।
হোসেনী দালান ইমামবাড়ার সুপারিনটেনডেন্ট এম এম ফিরোজ হোসেন জানান, তাজিয়া মিছিলটি সাজানো হয় কালো ব্যানার, বেহেস্তা (লাল-সবুজ নিশান), পাঞ্জা আলম মাতম, দুলদুল ঘোড়া, খুনি ঘোড়া ও একটি জারি তাজিয়া দিয়ে।

মিছিলটি ইমামবাড়া উত্তর গেট থেকে বের হয়ে হোসেনী দালান রোড, বকশীবাজার লেন, আলিয়া মাদ্রাসা রোড, বকশীবাজার মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড মোড়, হরনাথ ঘোষ রোড, লালবাগ চৌরাস্তা মোড়, গোর-এ-শহীদ মাজার মোড়, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা মোড়, ইডেন কলেজ, নীলক্ষেত মোড়, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব মোড়, ধানমন্ডি আবাসিক এলাকা, বিজিবি ৪ নম্বর গেট, সাত মসজিদ রোড হয়ে দুপুর আড়াইটার দিকে ধানমন্ডি লেকে গিয়ে শেষ হয়।
হোসেনী দালান থেকে শনিবার সন্ধ্যায় মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। মাগরিবের নামাজের পর খুতবা পাঠ ও আশুরার তাৎপর্য নিয়ে বয়ান হয়। এছাড়া দিনব্যাপী ছিল দোয়া-মোনাজাত, ইমাম হোসাইনের (রা.

) প্রতীকী গিলাবে সম্মান প্রদর্শন।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন

হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। তবে এ বিষয়ে ২৮ আগস্ট জারি করা সুপ্রিম কোর্টের ৩৯৭-এ নম্বর বিজ্ঞপ্তির আংশিক সংশোধন আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সরকার এক তথ্য বিবরণীতে বিজ্ঞপ্তির আংশিক সংশোধনের বিষয়টি জানায়। 

সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন যৌথভাবে ডিভিশন বেঞ্চে বসবেন। তারা হাইকোর্টের মূল ভবনের ২৩ নম্বর কক্ষে নির্ধারিত তারিখে বেলা ১১টা ৪০ থেকে দুপুর ২টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।

এ সময়ে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংশ্লিষ্ট মামলা, জরুরি ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল ও জামিন সংক্রান্ত আবেদনপত্র, জেল আপিল, রিভিশন এবং অন্যান্য ফৌজদারি বিবিধ মামলার শুনানি হবে। এছাড়া, বেঞ্চে স্থানান্তরিত বিষয়গুলোতেও শুনানি ও আদেশ দেওয়া হবে।

ঢাকা/নঈমুদ্দীন/টিএই

সম্পর্কিত নিবন্ধ