Risingbd:
2025-08-03@05:39:40 GMT

আবার প্রেমে পড়েছেন ‘ঝিলিক’

Published: 3rd, August 2025 GMT

আবার প্রেমে পড়েছেন ‘ঝিলিক’

ভারতীয় জনপ্রিয় ‘মা’ ধারাবাহিকের ‘ঝিলিক’ চরিত্রটি রূপায়ন করেছিলেন অভিনেত্রী তিথি বসু। দর্শকের কাছে তিনি ঝিলিক হিসেবেই বেশি পরিচিত। অনেক দিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন তিথি। তবে নিয়মিত ভ্লগিং করছেন। এর আগে প্রেমে পড়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু সেই প্রেম বেশিদিন টেকেনি।
আবার নতুন প্রেমে মজেছেন তিথি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন এই খবর।

প্রেমিকের সঙ্গে আদুরে ছবি পোস্ট করেছেন তিথি। তবে ছবিতে প্রেমিকের মুখটি স্টিকার দিয়ে ঢেকে দিয়েছেন তিনি। তার কারণ হলো, যদি কেউ নজর দেয়!

ভারতীয় গণমাধ্যমকে তিথি বলেন, ‘‘ আমি নজর লাগাতে খুব বিশ্বাসী। তাই এখনই দুই জনের ছবি পোস্ট করতে চাই না। কিন্তু দুইজনের ছবি পোস্ট করতেও ইচ্ছা করে, পোস্ট করলাম।’’

আরো পড়ুন:

বুবলীকে ‘ময়না’ নামে ডাকতে চান কোনাল

‘দ্য কেরালা স্টোরি কেরালাবাসীর জন্য চূড়ান্ত অবমাননাকর’

তিথি আরও জানিয়েছেন, ভ্লগিং করতে গিয়েই দেখা দুইজনের। তারপর মন দেওয়া-নেওয়া হয়েছে।  তিথির নতুন প্রেমিকের নাম শুভজিৎ চক্রবর্তী। তিনি মিডিয়ার কেউ নন। সম্পূর্ণ অন্য পেশার মানুষ। আগে চাকরি করতেন এখন ব্যবসা শুরু করেছেন। 

আপাতত প্রেম করতে চান। বিয়ে নিয়ে কোনো পরিকল্পনার কথা জানাননি তিথি।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প স ট কর

এছাড়াও পড়ুন:

কমেডিয়ান মদন মারা গেছেন

তামিল সিনেমার বরেণ্য কমেডিয়ান মদন বব মারা গেছেন। শনিবার (৩ আগস্ট) বিকালে চেন্নাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই তারকা। তার বয়স হয়েছিল ৭১ বছর। 

এনডিটিভ এক প্রতিবেদনে জানিয়েছে, গত কয়েক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন মদন বব। গতকাল চেন্নাইয়ের আদিয়ার বাসায় মারা যান এই অভিনেতা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। 

১৯৫৩ সালের ১৯ অক্টোবর মাদ্রাজে জন্মগ্রহণ করেন মদন বব। তার আসল নাম এস. কৃষ্ণামুর্তি। ক্যারিয়ারের শুরুতে বিভিন্ন পেশায় যুক্ত ছিলেন তিনি। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবেও কাজ করেছেন। সংগীত জগতে কাজের সুযোগের জন্য এ চাকরি ছেড়ে দেন। পরবর্তীতে সংগীত অনুষ্ঠান, বিজ্ঞাপনের গান, নাটক, রেডিও বিজ্ঞাপন এবং সিরিয়ালে কাজ করেন। ১৯৭৫ সালে চেন্নাইয়ে ‘দূরদর্শন’ কার্যক্রম শুরু করে, তখন চ্যানেলে গিটার বাজানো প্রথম ব্যক্তি হয়ে ওঠেন মদন। 

আরো পড়ুন:

‘দ্য কেরালা স্টোরি কেরালাবাসীর জন্য চূড়ান্ত অবমাননাকর’

জুনিয়র এনটিআর কত কোটি টাকার মালিক?

১৯৮৪ সালে তামিল ভাষার ‘নীনগাল কেট্টাভি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় যাত্রা শুরু করেন। তারপর প্রায় ২০০ সিনেমায় অভিনয় করেছেন তিনি। পার্শ্ব এবং হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করতেন মদন। তামিল ছাড়াও মালায়ালাম, তেলেগু ও হিন্দি ভাষার সিনেমায়ও দেখা গেছে তাকে। কমল হাসান, রজনীকান্ত, অজিত, সুরিয়া, বিজয়ের মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন এই অভিনেতা।  

মদন অভিনীত সিনেমার উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো— ‘তেনালি’ সিনেমায় ‘ডায়মন্ড বাবু’, ‘ফ্রেন্ডস’ সিনেমায় ম্যানেজার সুন্দরেষন প্রভৃতি। তার অনন্য অভিনয়শৈলী, তার ফুলে ওঠা চোখ, প্রাণবন্ত মুখের অভিব্যক্তি এবং দ্রুত প্রতিক্রিয়া দর্শকদের বিমোহিত করেছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ