আটক বাসচালক মান্না দেবকে নিঃশর্তে মুক্তি দেওয়ার পর সিলেটের ৩ জেলায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিক নেতারা।

রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় এ ঘোষণা দেন তারা। এরপরই বাস চলাচল শুরু হয়েছে।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, ‘‘মৌলভীবাজার থানায় আটক বাসচালক মান্না দেবকে নিঃশর্ত মুক্তি দেওয়ার পর বাস চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছি।’’

এর আগে, দুপুরের পরে হবিগঞ্জ-সিলেট, মাধবপুর-সিলেট এবং হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেন পরিরবহন শ্রমিকরা।

মালিক পক্ষ থেকে অভিযোগ করা হয়, গত শুক্রবার বাসচাপায় অটোরিকশার এক যাত্রী মারা যান। ঘটনার পর দুর্ঘটনাকবলিত বাসের চালক পালিয়ে যান। পরে পুলিশ ভুলবশত অরেক বাসের চালক মান্না দেবকে আটক করে। এ ঘটনার জেরে সিলেটের ৩ জেলায় বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়।

ঢাকা/মামুন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মিমের নতুন ছবি, ভক্ত লিখেছেন, ‘অনেক সুন্দর লাগছে’

২ / ৫ছবিগুলোয় এক ঘণ্টায় প্রতিক্রিয়া এসেছে প্রায় পাঁচ হাজার। অভিনেত্রীর ফেসবুক থেকে

সম্পর্কিত নিবন্ধ