চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাস পাওয়ার খবরে নেত্রকোনায় আনন্দমিছিল করা হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত জেলা শহর ছাড়াও লুৎফুজ্জামানের নির্বাচনী এলাকা নেত্রকোনা-৪ আসনের বিভিন্ন এলাকায় নেতা-কর্মী ও অনুসারীরা মিছিল করেন।

সন্ধ্যায় জেলা যুবদলের সাবেক ১ নম্বর জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। সন্ধ্যা সাতটার দিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামানের নেতৃত্বে শহরের কুড়পাড় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে ছোট বাজার এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে শেষ হয়। সেখানে নেতারা বক্তব্য দেন।

সন্ধ্যায় লুৎফুজ্জামান বাবরের নিজ উপজেলা মদনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আনন্দমিছিল বের করেন। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি মো.

নূরুল আলম তালুকদার ও পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান। মিছিল শেষে দলীয় কার্যালয়ে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদির, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হেলিম, পৌর বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শামছুল আলম, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল, ফতেপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামিউল হায়দার, ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুর রহমান প্রমুখ। মিছিল শেষে নেতা-কর্মীদের মিষ্টিমুখ করানো হয়।

মিছিল শেষে বক্তারা বলেন, লুৎফুজ্জামান বাবর বিএনপির সরকারের সময়ে সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। ওই সময় তিনি নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলায় বহু মানুষকে চাকরিসহ বিভিন্নভাবে সহযোগিতা করেন। তাঁকে গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্রসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে ১৭ বছর ধরে কারাগারে রাখা হয়েছে। এসব মামলা থেকে তাঁকে বেকসুর খালাস দেওয়ায় তিনি ন্যায়বিচার পেয়েছেন।

লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ ও ২০০১ সালের সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আজ ১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পান।

রায়ের পর লুৎফুজ্জামান বাবরের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ‘আদালত বলেছেন, আজ একটি অ্যাডভান্স অর্ডার সই করে দেবেন। আমি আশা করি, আজই এই আদেশ পৌঁছানো হবে এবং দ্রুত সময়ের মধ্যে তিনি জেল থেকে মুক্তি পাবেন। বাবর কেরানীগঞ্জ কারাগারে আছেন।’

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি

চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় এক ব্যবসায়ীকে বাসায় ঢুকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম মো. ইউনুস। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ জানিয়েছে, মো. ইউনুস নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার বা খননযন্ত্রের ব্যবসা করেন। রাতে নিজের বাসাতেই ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাঁকে চার থেকে পাঁচটি গুলি করে। তাঁর মুখে, হাঁটুতে ও হাতে গুলি লেগেছে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

উত্তর মোহরা এলাকাটি নগরের চান্দগাঁও থানার আওতাধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীকে রাতেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ