স্কুলছাত্রকে যৌন নিপীড়ন: সেই বিএনপি নেতা গ্রেপ্তার
Published: 19th, January 2025 GMT
স্কুলছাত্রকে যৌন নিপীড়নের মামলায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ফকির মো. জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার সকালে আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিএনপি নেতা জুয়েল রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চৌহালী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, ১১ ডিসেম্বর রাতে পূর্ব পরিচয়ের সূত্রধরে চৌহালী উপজেলা সদরের চর সলিমাবাদ বাজার এলাকায় ডেকে নিয়ে বিএনপি নেতা জুয়েল রানা ওই স্কুলছাত্রকে যৌন নিপীড়ন করেন। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে জুয়েল রানার বিরুদ্ধে থানায় মামলা করেন।
এদিকে জুয়েল রানাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করে জেলা বিএনপি। এরপর থেকে তিনি আত্মগোপন করেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স র জগঞ জ ব এনপ ব এনপ
এছাড়াও পড়ুন:
অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও গোপনে ধারণের অভিযোগ, অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি