তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফের বহু প্রতীক্ষিত সিনেমা ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ আবারো নতুন উদ্যোগে শুটিং শুরু হতে যাচ্ছে। ২০১৮ সালে সিনেমাটির কাজ শুরু হলেও নানা জটিলতা ও অনিশ্চয়তায় থেমেছিল সিনেমাটি। অবশেষে নির্মাতা জানালেন—এবার ফেরদৌস আহমেদ থাকছেন না এই প্রজেক্টে।
সিনেমাটির গল্পে জনপ্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের পাশাপাশি তার সৃষ্ট চরিত্রগুলোর উপস্থিতিও তুলে ধরা হয়েছে। শুরুতে দেবদাস চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস আহমেদ, আর পার্বতীর চরিত্রে ছিলেন সাদিকা পারভীন পপি। দুজনেই মাত্র দুদিনের শুটিংয়ে অংশ নেন। এরপর নানা কারণে কাজটি আর এগোয়নি।
আরো পড়ুন:
আমি পালিয়ে যাইনি: বাপ্পী চৌধুরী
ধর্মের জন্য অভিনয়কে বিদায়: বিয়ে করে সমালোচনার মুখে জাইরা
নির্মাতা আরিফ বলেন, “ফেরদৌস ভাই অনেক দিন ধরে সিনেমায় কাজ করছেন না। তার সঙ্গে শুটিংয়ের সময় নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু সম্ভব হয়নি। তাই তার জায়গায় নতুন শিল্পী নেওয়ার পরিকল্পনা করেছি।”
পপির সঙ্গে যোগাযোগ করেছেন পরিচালক। এ বিষয়ে আরিফ বলেন, “পপির সঙ্গে দেরিতে হলেও যোগাযোগ হয়েছে। তাকে রাখার চেষ্টা চলছে। তবে তিনি সময় দিতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নই। ফেরদৌসকে ছাড়া নতুন করে কাজ গুছিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।”
বছরের শেষ দিকে নতুন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে সিনেমার বাকি শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। আশাবাদী কণ্ঠে তিনি বলেন, “অনেক আশা নিয়ে সিনেমাটি শুরু করেছিলাম। এবার নতুন আয়োজনে সেটি শেষ করতে চাই, যেন দর্শকরা একটি ভালো কাজ পায়।”
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
‘পপির জন্য অনেক তো অপেক্ষা করলাম, আর কত’
তরুণ পরিচালক আরিফুর জামান আরিফ ২০১৮ সালে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ শিরোনামে সিনেমা নির্মাণে হাত দেন। সিনেমাটিতে জুটি হওয়ার কথা ছিল ফেরদৌস ও পপির। মাত্র দুদিনের শুটিংয়ের পরই থেমে যায় পুরো প্রজেক্ট—ফেরদৌস রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়েন, আর পপি চলে যান আড়ালে। এরপর কেটে গেছে দীর্ঘ সাত বছর।
মাস দুয়েক আগে পরিচালক জানান, ফেরদৌসকে সিনেমার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এবার একইভাবে বাদ গেলেন নায়িকা পপিও। তাদের জায়গায় কারা আসছেন—এ বিষয়ে এখনো মুখ খুলছেন না এই নির্মাতা।
আরো পড়ুন:
তবুও স্বীকৃতি নেই তার!
‘নারী শাসিত পুরুষ’ বলায় আসিফকে নিয়ে ক্ষুব্ধ ওমর সানী
আরিফুর জামান আরিফ বলেন, “কোনো কুল-কিনারা না পেয়েই তাদেরকে সিনেমা থেকে বাদ দিতে হচ্ছে। অনেক তো অপেক্ষা করলাম আর কত!”
নতুন শিল্পী কারা—প্রশ্ন উঠতেই পরিচালক বলেন, “এই মুহূর্তে বলতে চাচ্ছি না। পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। খুব শিগগির জানাতে পারব।”
নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের (২০২৬) ১৬ জানুয়ারি থেকে শুরু হবে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’-এর শুটিং। দিনটি নির্বাচন করা হয়েছে বিশেষ কারণে, এদিন বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ৮৮তম মৃত্যুবার্ষিকী।
আরিফ বলেন, “এই দিনটিতেই চূড়ান্ত ঘোষণার মাধ্যমে শুটিং শুরু হবে।”
প্রসঙ্গত, শরৎচন্দ্রের জীবনদর্শন অবলম্বনে নির্মিত সিনেমাটিতে তার চরিত্রে অভিনয় করছেন গুণী অভিনেতা গাজী রাকায়েত। বাকি চরিত্র ও পূর্ণাঙ্গ তালিকা শিগগির প্রকাশ হবে বলে জানা গেছে।
ঢাকা/রাহাত/শান্ত