যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আর মাত্র কয়েক ঘণ্টা পরই শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় সোমবার দুপুরে ট্রাম্পের অভিষেকের আনুষ্ঠানিকতা শুরু হবে। এ উপলক্ষ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো ওয়াশিংটনজুড়ে।

এর আগের দিন রোববার সেখানে বিশাল সমাবেশে হাজির হন তিনি। এসময় সমাবেশে আয়োজিত এক সাংস্কৃতিক পরিবেশনায় তিনি ডিসকো ব্যান্ড ভিলেজ পিপলের সদস্যদের সঙ্গে গানের তালে তালে নাচতে শুরু করেন।

ট্রাম্পের এই সমাবেশে টিকটকের সিইও শাউ জি চিউ উপস্থিত ছিলেন। টিকটককে নিষেধাজ্ঞা থেকে রক্ষা করার জন্য নিজেকে কৃতিত্ব দেন ট্রাম্প। বিজয় সমাবেশে ট্রাম্পের সঙ্গে তার পরিবারের সদস্যরাও মঞ্চে যোগ দেন, যার মধ্যে ছিলেন ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক এবং এরিকের স্ত্রী লারা ট্রাম্প।

পরে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই তিনি ঐতিহাসিক গতিতে কাজ করবেন বলে জানিয়েছেন। এছাড়াও দেশটিতে অভিবাসীদের অনুপ্রবেশ সূর্যাস্তের আগে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে বলেও বলেন তিনি।

নির্বাচনী প্রচারের সময় দেওয়া প্রতিশ্রুতির কথা জানিয়ে তিনি বলেন, এটি হবে মার্কিন ইতিহাসের বৃহত্তম নির্বাসন প্রক্রিয়া। তবে বিশাল এই অপারেশন সম্পন্ন করতে বছরখানেক সময় এবং বিপুল অর্থের প্রয়োজন হতে পারে।  

এসময় ট্রাম্প বলেন, আমরা মার্কিন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক আন্দোলন সৃষ্টি করেছি। আগামীকাল (আজ) থেকেই আমি দ্রুত ও শক্তিশালী পদক্ষেপ নেব এবং আমাদের দেশের প্রতিটি সংকট সমাধান করব।

এদিকে হোয়াইট হাউজের একাধিক সূত্র জানিয়েছে, ট্রাম্প তার প্রথম দিনে ২০০টিরও বেশি নির্বাহী আদেশ জারি করবেন। এতে সীমান্ত নিরাপত্তা অগ্রাধিকার পাবে।

তিনি মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা, মাদকচক্রকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে শ্রেণিভুক্ত করাসহ নানা নীতি পুনর্বহালের উদ্যোগ নেবেন।

অভিবাসন সংক্রান্ত তার পরিকল্পনা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসরত এবং নাগরিক পরিবারের সঙ্গে থাকা অনেক অভিবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।  

ট্রাম্প বলেন, তিনি সামরিক বাহিনী থেকে উগ্র মতাদর্শ দূর করবেন এবং যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের আদেশ দেবেন। তবে এই প্রতিরক্ষা ব্যবস্থা কীভাবে বাস্তবায়িত হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি।

তিনি আরও বলেন, তিনি প্রেসিডেন্ট জন এফ.

কেনেডি, রবার্ট কেনেডি এবং মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ড সংক্রান্ত গোপন নথি প্রকাশ করবেন।

অন্যদিকে আবহাওয়া পরিস্থিতির কারণে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ক্যাপিটাল বিল্ডিংয়ের ভেতরে স্থানান্তরিত হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে ২৫ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

ট্রাম্প জানিয়েছেন, শপথ নেওয়ার পর তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। তার ভাষণের মূল বিষয় হবে ঐক্য, শক্তি এবং ন্যায়বিচার।

উৎস: Samakal

কীওয়ার্ড: করব ন

এছাড়াও পড়ুন:

উপদেষ্টা আসিফের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

কুমিল্লার মুরাদনগর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আসিফ মাহমুদের পক্ষের ১০ থেকে ১৫ জন সমর্থক আহত হয়েছেন। তাদের মধ্যে একজন ইউপি সদস্য রয়েছেন। 

বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা সদরের আল্লাহ চত্বরে ঘটনাটি ঘটে। 

এলাকাবাসী জানান, বুধবার বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সদরের আল্লাহ চত্বরে উপদেষ্টা আসিফ মাহমুদের সমর্থকরা বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হন।  সমাবেশ লক্ষ্য করে পার্শ্ববর্তী জেলা পরিষদের মার্কেট থেকে কয়েকটি ইট, পাটকেল নিক্ষেপ করা হয়। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় উপদেষ্টা আসিফ মাহমুদের ১০ থেকে ১৫ জন সমর্থক আহত হন, তাদের মধ্যে একজন ইউপি সদস্যও রয়েছেন।

আরো পড়ুন:

কুষ্টিয়া প্রেস ক্লাবে বিএনপির অভিযোগ বক্স, যা পাওয়া গেল

সরকারের একটি অংশ অপকৌশলের আশ্রয় নিচ্ছে: তারেক রহমান

মিছিল নিয়ে আসা নাগরিক সমাজের আহ্বায়ক মিনাজুল হক বলেন, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে। মিছিল নিয়ে আসার পর শত শত ইটপাটকেল ছুড়ে আমাদের ধাওয়া দিতে থাকে। আমাদের অনেক সমর্থক আহত হন।”

হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপির মুরাদনগর উপজেলার আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, “তারা হামলা করার পর আমাদের ছেলেরা প্রতিরোধ করেছে।”

কুমিল্লার মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা আমিন কাদের খান জানান, আজ মুরাদনগর সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল। এ সময় পাশে অবস্থান করা কিছু লোক বিনা উসকানিতে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপরে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করে। 

ঢাকা/রুবেল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • উপদেষ্টা আসিফের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • সোনারগাঁয়ে মাদ্রাসায় কমিটি গঠনের বিরুদ্ধে মানববন্ধন
  • ফতুল্লার  শিবু মার্কেট এলাকায় মাও. জব্বারের গণসংযোগ,: ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থী
  • সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে মাছের পোনা অবমুক্ত করলো বিএনপি
  • ‘এইচ টি ইমামের’ বন্ধ কারখানায় ডাকাতির চেষ্টা, আটক ৬