অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি আ.ক.ম. বাহাউদ্দিন, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনাসহ পরিবারের পাঁচজনের বিরুদ্ধে পাঁচটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অন্য আসামিরা হলেন- বাহারের স্ত্রী মেহেরুন্নেছা, দুই মেয়ে আয়মান বাহার ও আজিজা বাহার।  

আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম, সহকারী পরিচালক মো.

ফেরদৌস রহমান ও উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহ জালাল বাদী হয়ে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে আলাদাভাবে মামলাগুলো করেন। 

এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ ও ব্যাংক লেনদেনের হিসাব পাওয়া গেছে। পাঁচজনের বিরুদ্ধে ৭৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে ৩০১ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে আ.ক.ম. বাহাউদ্দিনের নামে ৬৭ কোটি ৪৩ লাখ টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। ২৯টি ব্যাংক হিসাবে সন্দেহজনক ২৫৮ কোটি ৬৮ লাখ লেনদেন করা হয়েছে। 
তাহসীন বাহার সূচনার নামে ৩ কোটি ৪ লাখ ৫০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তিনি ১৬টি ব্যাংক হিসাবে ৪২ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার টাকার অস্বাভাবিক করেছেন। 

স্ত্রী মেহেরুন্নেছা একজন গৃহিণী হওয়া পরও তার নামে ২ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। মেয়ে আয়মান বাহারের বিরুদ্ধে ১ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আরেক মেয়ে আজিজা বাহার নামে পাওয়া যায় ৬৫ লাখ ৫৫ হাজার টাকার অবৈধ সম্পদ। 

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সিরাজ–কৃষ্ণাতে ম্যাচে ফিরল ভারত

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে মোহাম্মদ সিরাজের মতো আর কোনো পেসার নেই, এভাবে বলাই যায়। কারণ, সিরাজ ও ক্রিস ওকসই এই সিরিজের সব কটি ম্যাচ খেলেছেন। সেই ওকসও ওভাল টেস্টের প্রথম দিনে চোট পেয়ে টেস্ট থেকে ছিটকে গেছেন, টিকে আছেন সিরাজ।

টিকে থাকা সিরাজ কী করেছেন? গতকাল ওভাল টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ৮ ওভারের এক স্পেলে ফিরিয়েছেন ওলি পোপ, জো রুট, জ্যাকব বেথেলকে। এরপর আরও এক উইকেট। সিরাজকে যোগ্য সঙ্গ দিয়েছেন প্রসিধ কৃষ্ণা। দ্বিতীয় সেশনের শেষ ওভারে দুই উইকেটসহ তিনিও নিয়েছেন ৪ উইকেট। ভারতের ২২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়েছে ২৪৭ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত কাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ২ উইকেটে ৭৫ রান নিয়ে। দুই ‘জীবন’ পাওয়া যশস্বী জয়সোয়াল ৫১ ও আকাশ দীপ ৪ রান নিয়ে উইকেটে আছেন।

অথচ কাল প্রথম সেশন শেষে ম্যাচের চিত্র ছিল আলাদা। ইংল্যান্ড প্রথম ১৬ ওভারেই তোলে ১ উইকেটে ১০৯ রান। দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট ৭৭ বলে গড়েন ৯২ রানের জুটি। এমন বাজবলীয় শুরুর পর চিত্র পুরোপুরি বদলে যায় দ্বিতীয় সেশনে। শুরুটা করেন কৃষ্ণা। তাঁর শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন ক্রলি। পরের গল্পটা সিরাজের। প্রথম স্পেলে ৪ ওভারে ৩১ রান দেওয়া সিরাজকে অধিনায়ক গিল যখন বোলিংয়ে আনেন, তখন ইংল্যান্ডের রান ২৪ ওভারে ২ উইকেটে ১৪২। তিনি একে একে ফেরান দুই সেট ব্যাটসম্যান পোপ (২২), রুটকে (২৯) ও বেথেলকে (৬)। এরপর কৃষ্ণার দুই উইকেটে দ্বিতীয় সেশনটা পুরোপুরি ভারতের হয়ে যায়। ইংল্যান্ড দ্বিতীয় সেশনে ১০৬ রান তুলতে হারায় ৬ উইকেট। তৃতীয় সেশনে আর ৩২ রান যোগ করতে পারে তারা।

আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১১ ঘণ্টা আগেলোকেশ রাহুলকে আউট করার পর অ্যাটকিনসনের আনন্দ

সম্পর্কিত নিবন্ধ