বাহার ও মেয়ে সূচনাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা
Published: 20th, January 2025 GMT
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি আ.ক.ম. বাহাউদ্দিন, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনাসহ পরিবারের পাঁচজনের বিরুদ্ধে পাঁচটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অন্য আসামিরা হলেন- বাহারের স্ত্রী মেহেরুন্নেছা, দুই মেয়ে আয়মান বাহার ও আজিজা বাহার।
আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম, সহকারী পরিচালক মো.
এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ ও ব্যাংক লেনদেনের হিসাব পাওয়া গেছে। পাঁচজনের বিরুদ্ধে ৭৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে ৩০১ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে আ.ক.ম. বাহাউদ্দিনের নামে ৬৭ কোটি ৪৩ লাখ টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। ২৯টি ব্যাংক হিসাবে সন্দেহজনক ২৫৮ কোটি ৬৮ লাখ লেনদেন করা হয়েছে।
তাহসীন বাহার সূচনার নামে ৩ কোটি ৪ লাখ ৫০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তিনি ১৬টি ব্যাংক হিসাবে ৪২ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার টাকার অস্বাভাবিক করেছেন।
স্ত্রী মেহেরুন্নেছা একজন গৃহিণী হওয়া পরও তার নামে ২ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। মেয়ে আয়মান বাহারের বিরুদ্ধে ১ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আরেক মেয়ে আজিজা বাহার নামে পাওয়া যায় ৬৫ লাখ ৫৫ হাজার টাকার অবৈধ সম্পদ।
তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিএনপি ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে: তারেক রহমান
ছবি: তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে