সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বউ বাজারে মাছ বিক্রি নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পুলিশসহ নয়জন আহত হয়েছে। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সুত্রে জানা গেছে, গত রবিবার (১৯ জানুয়ারি) সকালে বউ বাজারে মাছ ব্যবসায়ীদের মধ্যে মাছ বিক্রি নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। যা দুই গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী লাঠি ও দেশীয় অস্ত্র হাতে একে অপরের উপর হামলা চালায়। এ ঘটনায় দুই জন আহত হয়। পরে বিষয়টি সালিশের মাধ্যমে সমঝোতার চেষ্টা করেন স্থানীয় মুরব্বিরা। এর জেরে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে জড়ো হতে থাকে উভয়পক্ষের লোকজন। দুইপক্ষের লোকজন ইট, পাথর নিক্ষেপ করে। এ সময় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। বিকেল ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সেইসঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়।

আরো পড়ুন:

বাসাইলে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৫

চিন্ময়কাণ্ডে আসামি হওয়া ৬৩ আইনজীবীর জামিন

সংঘর্ষ থামাতে গিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, সাংবাদিকসহ উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা/নুর/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ পর স থ ত স ঘর ষ

এছাড়াও পড়ুন:

শুঁটকিপল্লির ব্যস্ত সময়

২ / ৮টুকরি থেকে মাছগুলো ঢালা হচ্ছে

সম্পর্কিত নিবন্ধ