ফতুল্লায় ৮ মিনিটে ৭০ বস্তা চাউল ও ২ লাখ টাকা লুট
Published: 27th, January 2025 GMT
ফতুল্লার কুতুব এলাকায় মো. রাহিম আহমেদের পাইকারী চালের দোকানের তালা ভেঙ্গে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে সেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরেছে।
শনিবার (২৫ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টায় তুষারধারা এভিনিউ রোডের বিসমিল্লাহ এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান মালিক মো. রাহিম আহমেদ ফতুল্লা থানায় বাদী হয়ে একটি অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দোকান মালিক রাহিম শনিবার রাত ১০ টায় দোকান বন্ধ করে বাসায় চলে যায়। কিন্তু রাত সাড়ে তিনটায় একদল ডাকাত মিনি পিকআপ যোগে ৮জনের একটি ডাকাত দল তালা ভেঙে ৮ মিনিটের মধ্যে ৫০ কেজি ওজনের ৭০ বস্তা চাল নিয়ে যায়। এসময় ক্যাশে থাকা ২ লাখ টাকাও নিয়ে যায় ডাকাত দল।
মো.
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, এমন একটা অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। ডাকাতদল একটি সঙ্ঘবদ্ধ চক্র হতে পারে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক পিএলসি।
শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির গড়ে ৪৪ কোটি ৩৪ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.২৯ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।
আরো পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
বিএসইসির কমিশনার হিসেবে সাইফুদ্দিনের যোগদান
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ৩০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬৯ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা বিএসসির ২৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৬ শতাংশ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিএটিবিসির ২১ কোটি ১২ লাখ টাকা, যমুনা ব্যাংকের ১৮ কোটি ৩০ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১৭ কোটি ৩৩ লাখ টাকা, ব্যাংক এশিয়ার ১৬ কোটি ৮২ লাখ টাকা, খান ব্রাদার্সের ১৫ কোটি ৬২ লাখ টাকা, রবির ১৫ কোটি ৬০ লাখ টাকা এবং উত্তরা ব্যাংকের ১৪ কোটি ১৬ লাখ টাকা।
ঢাকা/এনটি/ফিরোজ