টেস্টে বর্ষসেরা বুমরাহ, চমক ওমরজাই
Published: 28th, January 2025 GMT
চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন কিনা, সে শঙ্কায় রয়েছেন জাসপ্রিত বুমরাহ। এরই মধ্যে সোমবার এক সুখবর পেয়েছেন ভারতীয় এ পেসার। ২০২৪ সালে টেস্টে বর্ষসেরা হয়েছেন তিনি।
গত বছর ১৩ টেস্টে ১৪.৯২ গড়ে ৭১ উইকেট পেয়েছেন। এ পরিসংখ্যানই বলে দেয় কতটা দুর্দান্ত ছিলেন তিনি। তাই স্বীকৃতিটা প্রাপ্যই ছিল বুমরাহর।
ওয়ানডেতে বর্ষসেরা হয়ে চমক দিয়েছেন আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। আইসিসি নিজেদের ওয়েবসাইটে তাদের নাম ঘোষণা করেছে।
ক্যারিয়ারে এই প্রথমবারের মতো টেস্টে বর্ষসেরা হলেন জাসপ্রিত বুমরাহ। গণমাধ্যম প্রতিনিধি, আইসিসি ভোটিং একাডেমি ও সমর্থকদের ভোটে হন আইসিসির বর্ষসেরা ক্রিকেটার। টেস্টে সেরার লড়াইয়ে বুমরাহ হারিয়েছেন ইংল্যান্ডের জো রুট, হ্যারি ব্রুক ও শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসকে। ভারতের প্রথম পেসার ও দেশটির ষষ্ঠ ক্রিকেটার হিসেবে এ সম্মান পেলেন তিনি।
ওয়ানডেসেরা ওমরজাইয়েরও অসাধারণ কেটেছে ২০২৪ সাল। ২৪ বছর বয়সী এ অলরাউন্ডার ১৪ ওয়ানডে খেলে ৫২.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
প্রাইম ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রবিবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ জুলাই ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ প্রদানে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ জুন।
সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.৪৩ টাকা।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৭৯ টাকা।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্যসীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা