রোনালদোর রেকর্ড, ‘রেকর্ডের রোনালদো’
Published: 31st, January 2025 GMT
সৌদি প্রো লিগের ম্যাচে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি, ২০২৫) রাতে আল রায়েদের বিপক্ষে মাঠে নেমেছিল আল নাসর। রায়েদের ঘরের মাঠ কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে এ রাতে সমর্থকরা একসাথে গলা ফাটাতে লাগলেন ‘মেসি-মেসি’ বলে। নিশ্চিতভাবেই তারা প্রতিপক্ষ শিবিরের সবচেয়ে বড় তারকা রোনালদোকে ক্ষেপানোর জন্যই এই কাজ করছিলেন। সবাইকে অবাক করে দিয়ে আওয়াজ আরও বাড়ানোর জন্য রোনালদো দর্শকদের উদ্দেশ্যে আহ্বান জানালেন! রোনালদো তো বহু আগেই বলে দিয়েছিলেন, “আপনাদের ঘৃণা আমাকে অদম্য করে।”
হলোও তাই, প্রতিপক্ষ সমর্থকদের অপমান রোনালদোকে শানিত করল। ম্যাচে আল নাসর ২–১ গোলে জয় লাভ করল আল রায়েদের বিপক্ষে। অসাধারণ একটি গোল করে এই জয়ে দারুণ অবদান রেখেছেন নাসরের সবচেয়ে বড় তারকা রোনালদো। তাতে এই পর্তুগিজ মহাতারকার রেকর্ডের মুকুটে যুক্ত হয়েছে আরেকটি পালক। তবে, গোল করিয়ে নয় বরং ম্যাচটি জিতে তিনি একটি মাইলফলক স্পর্শ করেছেন।
আরো পড়ুন:
নারী ফুটবলাররা বাটলারকে কোচ হিসেবে না চাওয়ার যত কারণ
চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে কে কার প্রতিপক্ষ
স্পোর্টিং লিসবনের হয়ে ক্যারিয়ার শুরু করা রোনালদো পর্তুগিজ ক্লাবটির হয়ে ১৩টি ম্যাচ জিতেছিলেন। এরপর দুই দফায় ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২১৪টি ম্যাচে জয় লাভ করেন। তবে রোনালদো সব রেকর্ড এলোমেলো করে দেন রিয়াল মাদ্রিদে জার্সি গায়ে তুলে। লস ব্ল্যাঙ্কসদের হয়ে তিনি সবচেয়ে বেশি ৩১৬টি ম্যাচে জয়ী হন। রিয়াল ছেড়ে রোনালদো ২০১৮ সালে যোগ দেন জুভেন্টাসে। ‘তুরিনের বুড়িদের’ হয়ে তিনি ৯১ ম্যাচে জয়লাভ করেন।
বর্তমানে আল নাসরের হয়ে রোনালদো ৬৬ ম্যাচে জয় লাভ করেছেন। সব মিলিয়ে, তার ক্লাব ক্যারিয়ারে মোট ৭০০ ম্যাচের জয় একটি অপ্রতিদ্বন্দ্বী মাইলফলক, যা এখনও অন্য কোনো ফুটবলার অর্জন করতে পারেনি। উল্লেখ্য আল নাসরের হয়ে ৯৪ ম্যাচে রোনালদোর গোল পেয়েছেন ৮৫টি। এই পর্তুগিজ মহাতারকার ক্যারিয়ারের গোল সংখ্যা এখন ৯২১টি। ‘১০০০’ থেকে ৭৯ কদম পেছনে তিনি।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ল ভ কর র কর ড
এছাড়াও পড়ুন:
খুলনায় ৮ ঘণ্টার ব্যবধানে ২ জনকে কুপিয়ে হত্যা
খুলনায় মাত্র আট ঘণ্টার ব্যবধানে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় মনোয়ার হোসেন টগর নামে এক যুবক এবং শনিবার (২ আগস্ট) ভোরে দিঘলিয়া উপজেলার বারাকপুরে আল-আমিন সিকদার নামে এক ভ্যানচালক খুন হন।
দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা
পুলিশ জানায়, শনিবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে দিঘলিয়া উপজেলার বারাকপুর নন্দনপ্রতাপ গ্রামে আল-আমিন সিকদার (৩৩) নামে এক ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আল-আমিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, “আল-আমিনের স্ত্রীর সাবেক স্বামী মো. আসাদুল ঝিনাইদহ থেকে এসে অতর্কিতে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর আসাদুল পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার সাবেক স্ত্রীকে বিয়ে করার কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।”
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
নগরীতে ছুরিকাঘাতে যুবক খুন
অপরদিকে, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন সবুজবাগ এলাকায় নিজ বাড়িতে ছুরিকাঘাতে খুন হন মনোয়ার হোসেন টগর (২৫) নামে এক যুবক। তিনি ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক টগরের বাড়িতে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা মডেল থানার এসআই আবদুল হাই বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, হত্যাকারীরা টগরের পূর্ব পরিচিত। তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান চলছে।”
ঢাকা/নুরুজ্জামান/ইভা