সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছে। এঘটনা আহত হয়েছে আরো চারজন। তাদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পর বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সদর উপজেলার মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান।  

নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা গ্রামের শফিকুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী সুমনা বেগম (৩৫)। নিহত অপরজনের নাম-পরিচয় জানা যায়নি। 

আরো পড়ুন:

গুলিতে আহত অন্তঃস্বত্ত্বা জন্ম দিলেন ছেলে সন্তান

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড

আহতরা হলেন, একই গ্রামের রঙ্গিলা বেগম (৬০), নুরুল ইসলাম (৪৬), জুবায়দা খাতুন (২৭) ও রাইসা মনি (৭)।

ওসি মো.

আনোয়ার হোসেন বলেন, “মুলিবাড়ী চেকপোষ্ট এলাকায় একটি বাস সাত যাত্রীসহ একটি ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় চালকসহ ভ্যানটির সব যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে, আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন।”

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ফয়সাল আহম্মেদ বলেন, “আজ রাত সাড়ে ৮টার দিকে দুর্ঘটনা কবলিত দুইজনের মরদেহ মর্গে আনা হয়। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

তিনি আরো বলেন, “ঘটনাস্থল থেকেই একজনের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা বলে জানতে পেরেছি।”

ঢাকা/অদিত্য/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন আহত স র জগঞ জ

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ