ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আজ বুধবার রাজধানীর বারিধারায় দেশটির দূতাবাসে এ বৈঠক হয়। 

বিএনপির মিডিয়া সেলের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ঘণ্টাব্যাপী এ বৈঠক নিয়ে কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। 

তবে সূত্র জানায়, চলতি মাসের ২৫ ফেব্রুয়ারি ড.

আব্দুল মঈন খান এর নেতৃত্বে বিএনপি এবং সমমনা দলগুলো সমন্বয়ে একটা টিম টিম চীন সফর করবেন। ধারণা করা হচ্ছে, এ ইস্যুতে তাদের মধ্যে কথা হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ড মঈন খ ন

এছাড়াও পড়ুন:

হেমাঙ্গ বিশ্বাসের গান অবলম্বনে নাটক ‘জন হেনরি’

মে দিবস সারাবিশ্বের শ্রমিকদের অধিকার আদায়ের দিন। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানমালায় যুক্ত হয়েছে বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠান। থাকছে নাটক ‘জন হেনরি’। 

শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের লেখা ও গাওয়া ‘নাম তার ছিল জন হেনরি’ গানের ছায়া অবলম্বনে নাট্যকার জামিউর রহমান লেমন ১৯৮৫ সালে ‘জন হেনরি’ নামে একটি মঞ্চনাটক লিখেছিলেন। এবার টেলিভিশনের জন্য নাট্যরূপ দিয়েছেন। এর দৃশ্যধারণ হয়েছে বিটিভির স্টুডিওতে।

অভিনয়ে আসাদ, গাজী ফারুক, কবির আহমেদ, নাজিয়া ফারহা, হুমায়ূন কাবেরী, শাওন, রানা প্রমুখ। গোলাম মোর্শেদের প্রযোজনায় নাটকটি বিটিভিতে আজ রাত ৯টায় 
প্রচার হবে।

সম্পর্কিত নিবন্ধ