জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন আগামী মে মাসের ২১ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। তিনি বলেন, এপ্রিলের শেষ সপ্তাহে ঘোষণা করা হবে জাকসুর নির্বাচনী তপশিল।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে জাকসু নির্বাচন সংক্রান্ত পরিবেশ পরিষদের এক সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ২০২৫ সালের মে মাসের তৃতীয় সপ্তাহে (২১ মে’র মধ্যে) অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে গঠিত নির্বাচনী কমিশন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের ন্যূনতম ২১ (একুশ) দিন আগে, অর্থাৎ ২০২৫ সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে নির্বাচনের তপশিল ঘোষনা করবে।

এ নিয়ে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, ‘২১ মে’র মধ্যে নির্বাচন ও এপ্রিলের শেষ সপ্তাহে নির্বাচনী তপশিল ঘোষণা করা হবে। এর পাশাপাশি গঠনতন্ত্র সংস্কার, আচরণবিধিসহ অন্যান্য প্রস্তুতি আমরা গ্রহণ করবো। আশা করি, শিক্ষার্থীরা সব পর্যায়ে আমাদের সহযোগিতা করবেন।’ 

প্রসঙ্গত, পূর্বঘোষিত রূপরেখা অনুযায়ী, গত ১ ফেব্রুয়ারি জাকসু নির্বাচনের তপশিল ঘোষণার কথা ছিল। তবে জাকসুর গঠনতন্ত্রের সংস্কারসহ প্রয়োজনীয় সংস্কারের দাবিতে ছাত্রদল এবং তপশিল ঘোষণাসহ দ্রুত নির্বাচনের দাবি জানানো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শিবির ও অন্যান্য সংগঠনের পাল্টাপাল্টি অবস্থানের কারণে পিছিয়ে আনা হয় জাকসু নির্বাচনের তপশিল ঘোষণার তারিখ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উপ চ র য

এছাড়াও পড়ুন:

ইউসেপ বাংলাদেশ নেবে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট, বয়স ৩৫ হলেও আবেদন

আন্ডারপ্রিভিলেজড চিলড্রেনস এডুকেশনাল প্রোগ্রামস (ইউসেপ) বাংলাদেশ সম্প্রতি লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের নাম ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে। ইউসেপ বাংলাদেশ ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেবে একজনকে।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস হতে হবে আবেদনকারী প্রার্থীকে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ৩৫ বছর
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা ও গ্রুপ ইনস্যুরেন্স
সাপ্তাহিক ছুটি: ২ দিন
কর্মস্থল: রংপুর
আবেদনের শেষ দিন: ০৪ মে, ২০২৫
*আবেদনের বিস্তারিত ও আবেদনের পদ্ধতি দেখুন এখানে

আরও পড়ুনট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে ব্যাংকে চাকরি, স্নাতকে জিপিএ–৩ হলে আবেদন৬ ঘণ্টা আগেআরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১ মে ২০২৫)
  • মহান মে দিবস: শ্রমিকের অধিকার রক্ষায় সংস্কারে জোর সরকারের
  • জাহাঙ্গীরনগরে পিটুনিতে নিহত সেই ছাত্রলীগ নেতাকেও ‘সাময়িক বহিষ্কার’ করেছে প্রশাসন
  • ইউসেপ বাংলাদেশ নেবে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট, বয়স ৩৫ হলেও আবেদন
  • সিলেটে টিলা কাটার অভিযোগে বিএনপি নেতা, ইউপি সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে মামলা
  • জুলাই হামলাকারীদের শাস্তি চেয়ে জাবি ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’
  • ঢাকা বারের নির্বাচন চেয়ে আইনজীবী অধিকার পরিষদের চিঠি
  • ছাত্রদলের দেওয়া বিবৃতি গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি: ডুজা
  • কয়েকটি পরিত্যক্ত বিমানবন্দর আবার চালুর উদ্যোগ
  • আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর