রংপুরের পীরগঞ্জে শুক্রবার দেলোয়ারা নামে এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধারের দুদিন পর তার পাঁচ বছরের শিশুকন্যা সাইমার মরদেহ উদ্ধার হয়েছে। রোববার সকালে বড় বদনাপাড়া গ্রামের আতিকুল ইসলামের বাড়ির পেছনে গাছের বাগানে গর্তে পুঁতে রাখা হয়েছিল শিশুটির মরদেহ। পীরগঞ্জ থানার পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত দেলোয়ারা গাইবান্ধার গোবিন্দগঞ্জের দিলালপুর গ্রামের রেজাউল করিমের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) আছিফা আফরোজা আদুরি।

তিনি বলেন, রেজাউল করিম পুলিশের কাছে তার মেয়ে সাইমার সন্ধান চান। তিনি জানান, তার তালাকপ্রাপ্ত স্ত্রী দেলোয়ারার সঙ্গে তার মেয়ে সাইমাও ছিল।

এ ঘটনায় গ্রেপ্তার আতিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, দেড়মাস আগে শিশু সাইমাকে হত্যার পর লুঙ্গিতে পেঁচিয়ে বাড়ির পেছনের গাছের বাগানে গোবরের স্তুপের পাশে ৩ থেকে ৪ ফুট গর্ত করে পুঁতে রাখে আতিকুল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার শিশু সায়মার অর্ধগলিত মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তে মর্গে পাঠানো হয়।

এর আগে শুক্রবার সকালে বড় বদনাপাড়ায় এক নারী জমিতে মরিচ তুলতে গিয়ে মাথাবিহীন মরদেহ দেখে চিৎকার দেন। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেন।

সিআইডির অপরাধ অনুসন্ধান দল ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় ও ঠিকানা শনাক্ত করে। এ ঘটনায় পুলিশের এসআই অনন্ত কুমার বর্মণ বাদী হয়ে হত্যা মামলা করেন। পরদিন চতরা ইউনিয়নের করতোয়া নদীর তীরে পাকার মাথা টোংরারদহ এলাকা থেকে দেলোয়ারার মাথা উদ্ধার হয়। এতে জড়িত থাকার অভিযোগে বড় বদনাপাড়া গ্রামের মুনছুর আলী মণ্ডলের ছেলে আতিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

আতিকুলের স্বীকারোক্তিতে কাটা মাথা উদ্ধারে ঘটনাস্থলে যায় পুলিশ। দুটি হত্যাকাণ্ডের রহস্য এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে তদন্ত চলছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি) এমএ ফারুক। আতিকুল এলাকায় জুয়াড়ি হিসেবে পরিচিত বলেও জানান তিনি।

এদিকে স্বজনরা দেলোয়ারার মরদেহ নিতে অস্বীকৃতি জানালে শনিবার রাতে পুলিশের উদ্যোগে রংপুর সদরের মুন্সিপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মধ্যরাতে রাবি রেজিস্ট্রারের বাসায় ককটেল হামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদের বাসায় ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর মণ্ডলের মোড় এলাকায় বাড়ির গেটের সামনে এই হামলা চালানো হয়।

পুলিশ বলছে, বাড়ির দেয়ালে তিনটি বিস্ফোরিত ককটেলের চিহ্ন দেখা যাচ্ছে। চার-থেকে পাঁচটি ককটেল ফোটানো হতে পারে। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে কারা, কেন এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘‘রাতে ড্রইং রুমেই বসে ছিলাম। হঠাৎ চার-পাঁচটি বিকট শব্দ শুনতে পাই। বুঝতে পারি, বাড়ির দেয়াল লক্ষ্য করে ককটেল ছুড়ে মারা হয়েছে। এখন কারা কী কারণে এটা করেছে তার কিছুই বুঝতে পারছি না। পুলিশ তদন্ত করছে। আমি থানায় অভিযোগ করব।’’

আরো পড়ুন:

পহেলগাম হামলা: প্রতিশোধ নিতে সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি

যুবদল-স্বেচ্ছাসেবক লীগ নেতার হামলায় রক্তাক্ত রাইজিংবিডির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মালেক বলেন, ‘‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণের চিহ্ন দেখা গেছে। চার থেকে পাঁচটি ককটেল নিক্ষেপ করা হতে পারে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানতে তদন্ত চলছে।’’

তিনি আরো বলেন, ‘‘সম্ভবত পায়ে হেঁটেই দুর্বৃত্তরা এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সঙ্গেও কথা হয়েছে। তিনি অভিযোগ করবেন। এই ঘটনার জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’’

ঢাকা/কেয়া/রাজীব

সম্পর্কিত নিবন্ধ