ডেভিড মালানের পরিচয় তখন কাউন্টি ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়ে খেলেন মিডলেক্সে। ইংলিশ ক্রিকেটার হিসেবে ২০১৩-২০১৪ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে এলেন প্রাইম দোলেশ্বরে। পেস বোলিংয়ে দারুণ খেললেও স্পিনে ছিলেন দুর্বল। প্রিমিয়ার লিগের ওই আসর খেলে মালান শিখে যান স্পিন কিভাবে খেলতে হয়।

শুধু সেবারই নয়, মালান পরবর্তী আসরেও খেলেছিলেন প্রাইম দোলেশ্বরের হয়ে। উপমহাদেশের কন্ডিশনে নিজের খেলার উন্নতির জন্য ঢাকা লিগের প্রতি মালান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সব সময়ই।

ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে কিছুদিন আগে ‘উদ্ভট’ মন্তব্য করেছিলেন ভারতীয় স্পিন অলরাউন্ডার পারভেজ রসুল, ‘‘আইপিএলের চেয়ে ঢাকা প্রিমিয়ার লিগে প্রতিদ্বন্দ্বীতা বেশি।’’ মালানের ঢাকা লিগের প্রতি কৃতজ্ঞতা কিংবা পারভেজ রসুলের মন্তব্য এমনি এমনিই আসেনি। ঢাকা লিগের উত্তেজনা, রোমাঞ্চ, প্রতিদ্বন্দ্বীতা এতোটাই বেশি ছিল যে এই লিগের গুণগান করেছেন সব বিদেশি ক্রিকেটাররা।

আরো পড়ুন:

বিসিবির বিরুদ্ধে কঠোর আন্দোলনে ক্লাবগুলো, লিগ বয়কট

টিভিতে দেখা যাবে ঢাকা প্রিমিয়ার লিগ 

লিগে বড় আমেজ থাকে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে। একটা সময়ে তিনজন বিদেশি খেলোয়াড় খেলানোর সুযোগ পেত। আর শেষ কয়েক বছরে ঢাকার ক্লাব ক্রিকেটে একজন বিদেশি অংশগ্রহণের সুযোগ পেত। 

প্রতিযোগিতার গত আসর থেকে বিদেশি ক্রিকেটারকে খেলানোর রীতি বাদ দিয়েছে সিসিডিএম। এবারও সেই একই সিদ্ধান্তে অটল আয়োজকরা। জানা গেছে, ক্লাবগুলোর চাওয়ার প্রেক্ষিতে বিদেশি ক্রিকেটার না খেলানোর সিদ্ধান্ত সিসিডিএমের। তাতে সব আলো থাকছে স্থানীয় ক্রিকেটারদের ওপর।

দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ আগামী ৩ মার্চ মাঠে গড়াবে। প্রিমিয়ার লিগের ১২ ক্লাব নিয়ে তিন ভেন্যুতে হবে পঞ্চাশ ওভারের এই প্রতিযোগিতা। এজন্য দলবদল হবে আগামী ২২-২৩ ফেব্রুয়ারি। সিসিডিএমের সমন্বয়ক মহিউদ্দিন বিল্লাহ রাসেল রাইজিংবিডি ডটকমকে এ খবর নিশ্চিত করেছেন। জাতীয় দলের ক্রিকেটাররা সেই সময়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দেশের বাইরে থাকবেন। তারা এরই মধ্যে দলবদল করে ফেলেছেন বলে খবর। কেবল তাদের দলবদলের ফর্ম সিসিডিএমকে জমা দেবে ক্লাব কর্তৃপক্ষ।

তারকা ক্রিকেটাররা এরই মধ্যে নিজেদের দল গুছিয়ে নিয়েছেন। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ছেড়ে মোহামেডানে নাম লিখিয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহ আগের থেকেই আছেন এই দলে। জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলবেন আবাহনীর হয়ে। আবাহনী শেষ কয়েক বছর ধরেই জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে। দেশের ক্ষমতার পালাবদলে দলটি সেই অবস্থায় নেই। লিটন, তাসকিন, তানজিম সাকিব, তানভীর ইসলামরা এরই মধ্যে নতুন দল নিশ্চিত করেছেন।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর ছ ন

এছাড়াও পড়ুন:

দলবদলের বাজারে চেলসিই রাজা, শীর্ষ দশে আর কারা

আধুনিক ফুটবলের দলবদল মানেই টাকার বস্তা নিয়ে খেলোয়াড় কিনতে নামা। প্রতি মৌসুমেই শীর্ষ দলগুলোর চোখ থাকে সেরা খেলোয়াড়দের দিকে। যেমন নির্দিষ্ট একটি ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বেশি খরচ করা দল চেলসি। শীর্ষ দশে আরও কারা আছে, একনজরে দেখে নেওয়া যাক।

১চেলসি (২০২৩–২৪)

খরচ: ৪৬ কোটি ৪০ লাখ ইউরো

২০২৩–২৪ মৌসুমে চেলসির দামি খেলোয়াড় মইসেস কাইসেদো

সম্পর্কিত নিবন্ধ

  • ক্লাব ফুটবলের দলবদলে সবচেয়ে বেশি ব্যয় করা ১০ কোচ
  • দলবদলের বাজারে চেলসিই রাজা, শীর্ষ দশে আর কারা