পটুয়াখালীর কলাপাড়া থেকে অপহৃত ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রবিউল আউয়াল (অন্তর) পরিবারের কাছে ফিরেছেন। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে কলাপাড়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম তাঁকে তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।

এ সময় রবিউল আউয়ালের স্ত্রী তানজিলা আক্তার, বাবা সোলায়মান মৃধা, বড় ভাই তুষার আল মামুনসহ অন্য স্বজনেরা উপস্থিত ছিলেন।

রবিউল আউয়ালের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে। তিনি গণ অধিকার পরিষদের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাবিষয়ক সহসম্পাদক। কলাপাড়া পৌরসভার শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের কলাপাড়া প্রেসক্লাবের মার্কেটে তাঁর ‘গ্রাফিকস ওয়াল’ নামে ডিজিটাল প্রেসের একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে রবিউল আউয়াল মোটরসাইকেলে করে লোন্দা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এর পর থেকে তাঁকে আর খুঁজে পাচ্ছিলেন না স্বজনেরা।

এদিকে নিখোঁজের ৫৪ ঘণ্টা পর গতকাল রোববার পুলিশ রবিউলকে ঢাকার কামরাঙ্গীর চর এলাকার আশরাফাবাদ নবীনগরের নার্সারি গলির নুর হোসেন বাবুলের বাসা থেকে উদ্ধার করে। গতকাল বিকেলে তাঁকে পটুয়াখালীর পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। সেখানে পুলিশ সুপার আনোয়ার জাহিদ ওই ঘটনা নিয়ে গণমাধ্যমকর্মীদের কাছে বিস্তারিত তুলে ধরেন। পুলিশ সুপার এ সময় বলেন, অজ্ঞাতনামা ব্যক্তিরা সাদা মাইক্রোবাসে করে এসে অন্তরের (রবিউল) মোটরসাইকেল চাপা দিয়ে ফেলে দেন। তাঁরা মাইক্রোবাস থেকে নেমে জোর করে অন্তরকে তুলে নিয়ে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় ফেলে দেন। সেখান থেকে তিনি বাসে করে ঢাকায় বন্ধু আল-আমিনের কাছে যান। পরে তিনি কামরাঙ্গীরচর এলাকায় তাঁর বন্ধু নুর হোসেন বাবুলের বাসায় যান।

আরও পড়ুনপটুয়াখালী থেকে ‘নিখোঁজ’ ছাত্র অধিকার পরিষদের নেতা অন্তর ঢাকায় উদ্ধার২০ ঘণ্টা আগে

আজ সোমবার সকালে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রাতে অন্তরকে (রবিউল) পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁর ভাই বাদী হয়ে একটি মামলা করেছেন। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনছাত্র অধিকার পরিষদ নেতা রবিউলকে কলাপাড়া থেকে অপহরণ করে ভাঙ্গায় ফেলে যায় দুর্বৃত্তরা১৪ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব র র কল প ড় গতক ল

এছাড়াও পড়ুন:

রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসচাপায় নারী নিহত, চালক আটক

রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে শাহজাহানপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। চালককেও আটক করা হয়েছে।

নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে ছিল প্রিন্টের শাড়ি।

স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেন। পরে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী আদনান অনিক বলেন, আমান গ্রাফিকস অ্যান্ড ডিজাইন লিমিটেডের একটি স্টাফ বাস হেমায়েতপুর থেকে বৌদ্ধমন্দিরের দিকে যাচ্ছিল। শাহজাহানপুর কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় ওই নারীকে ধাক্কা দেয় বাসটি। এতে তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং বাসের নিচে চাপা পড়েন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক প্রথম আলোকে বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ