পাঁচ লাখ টাকা লুটে ব্যবসা প্রতিষ্ঠানে তালা, আরো ১০ লাখ দাবি
Published: 13th, February 2025 GMT
গাজীপুরের কালীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে।
লুটের টাকা নিয়ে যাওয়ার সময় প্রতিষ্ঠানটিতে তালা লাগিয়ে আরো ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। চাঁদার টাকা না দিলে প্রতিষ্ঠানটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে এবং মালিককে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
গত ৭ ফেব্রুয়ারি উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মৈশাইর গ্রামের ইউনিয়ন এলপিজি অটোগ্যাস রিফুয়েলিং স্টেশনে এ ঘটনা ঘটে। তবে, বিষয়টি জানাজানি হয় আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি)।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা করেছেন ওই প্রতিষ্ঠানের মালিক জামিল ওয়াহেদ মুহিদ। অভিযুক্তরা হলেন- একই গ্রামের রতন খান, নাফিজ খান ও সেলিম।
মামলার বাদী জামিল ওয়াহেদ মুহিদ বলেন, ‘‘অভিযুক্তরা দীর্ঘদিন ধরে আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে ম্যানেজারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা না দিলে আমার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও আমাকে হত্যার হুমকি দেওয়া হয়। কিন্তু, আমি বিষয়টি আমলে নেইনি।’’
তিনি বলেন, ‘‘গত শুক্রবার রতন খানের নেতৃত্বে ১৭ থেকে ১৮ জন দেশীয় অস্ত্রে-শস্ত্র নিয়ে আমার প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় কর্মচারীদের মারধর করে পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা। যাওয়ার সময় প্রতিষ্ঠানে তালা লাগিয়ে চাবি নিয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় আরো ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে আমার প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হবে এবং আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় আতঙ্কে আছি।’’
মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নূর কাশেম বলেন, ‘‘মামলা হওয়ার পর থেকেই পুলিশ অভিযান পরিচালনা করছে। আসামিরা পালিয়েছে। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’’
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
ঢাকা/রফিক/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ১০ ল খ ব যবস
এছাড়াও পড়ুন:
নুরাল পাগলার দরবার থেকে চুরি হওয়া জেনারেটর উদ্ধার, যুবক গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার থেকে চুরি হওয়া একটি জেনারেটর উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. মিজানুর রহমান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। মিজানুরের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল সোনাকান্দর গ্রামে।
আরও পড়ুননিহতের বাবার মামলায় গ্রেপ্তার আরও ২, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি১০ সেপ্টেম্বর ২০২৫এ নিয়ে দুই মামলায় মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ৫ সেপ্টেম্বর গোয়ালন্দের নুরাল পাগলার দরবারে বিক্ষুব্ধ জনতা হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় মিজানুর রহমান জেনারেটর চুরি করে নিয়ে যাচ্ছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিজানুরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। মিজানুরকে দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো ও হত্যার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
আরও পড়ুননুরাল পাগলার দরবারে হামলায় হত্যা মামলা, মসজিদের ইমামসহ চারজন গ্রেপ্তার০৯ সেপ্টেম্বর ২০২৫ওই দিন পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে ৬ সেপ্টেম্বর মামলা করেন। এই মামলায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে দরবারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা ও কবর থেকে লাশ তুলে মহাসড়কে পুড়িয়ে ফেলার ঘটনায় নিহত ভক্ত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে ৮ সেপ্টেম্বর মামলা করেন। ওই মামলায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত মিজানুরসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।