বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘‘হাসিনাবিহীন বাংলাদেশ ঠিকমতো চলছে না, আন্তর্জাতিকভাবে সেটা দেখাতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে।’’

এ সময় দেশে পরপর আগুন লাগার ঘটনা কেবল দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত হতে পারে বলে মন্তব্য করেন তিনি। অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখার দাবি জানান বিএনপির এই নেতা।

আরো পড়ুন:

সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে মির্জা ফখরুলের বৈঠক

সাংবাদিক হেনস্থায় মির্জা ফখরুলের দুঃখ প্রকাশ

সোমবার (২০ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামে অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলমকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘‘এসব অগ্নিকাণ্ড কিংবা বিশৃঙ্খলা ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বাধা হবে না। তবুও সরকারকে এসব বিষয়ে নজর দিতে হবে।’’

তিনি বলেন, ‘‘আমরা মনে করি, নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের দৃঢ়তা দেখিয়েছে। তাদের পক্ষে একটি অবাধ, সুষ্ঠু ও ইনক্লুসিভ নির্বাচন সম্পন্ন করা সম্ভব।’’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘‘প্রশাসনের ভেতর দোসরদের যেসব লোকজন আছে, তাদের বিরুদ্ধে অতিদ্রুত ব্যবস্থা নিতে হবে।’’

সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রামের প্রত্যন্ত গ্রামের অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি গান পরিবেশন করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি ভাইরাল হলে তারেক রহমানের নজরে আসে। সোমবার তারেক রহমানের নির্দেশে জাহাঙ্গীর আলমের বাড়িতে আসেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকা/রুবেল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র

এছাড়াও পড়ুন:

‘হাসিনার ষড়যন্ত্রে খালেদা জিয়া বারবার হেনস্থার শিকার হয়েছেন’

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন। আমরা তার জন্য দোয়া চাই। শেখ হাসিনা ষড়যন্ত্রের মাধ্যমে বারবার বেগম খালেদা জিয়াকে নানাভাবে হেনস্থা করেছে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের এই অবস্থার জন্য শেখ হাসিনা দায়ী।’’

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। ঝিনাইদহ জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে বিকাল সাড়ে ৪টায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

আরো পড়ুন:

আমার বাবাকে হত্যা করেছে আওয়ামী লীগ: রেজা কিবরিয়া

শেখ হাসিনার দুই ব্যাংক লকার থেকে ৯ কেজি ৭০৭ গ্রাম স্বর্ণ উদ্ধার

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান বলেন, ‘‘তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র আগে থেকেই চলছে। কাজেই, বেগম খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে তারেক রহমানের দেশে না ফেরা নিয়ে অনেকেই বিরুপ মন্তব্য করছেন। এ ধরনের মন্তব্য দেখে মনে হচ্ছে যেন ‘মায়ের চেয়ে মাসীর দরদ বেশি’।’’

রাশেদ খান বলেন, ‘‘বেগম খালেদা জিয়া কেবল বিএনপির নেত্রী না, তিনি গণতন্ত্রকামী সকল দলের নেতা। দেশের মানুষ আজ বেগম খালেদা জিয়ার জন্য কাঁদছে। এটি একজন নেতার জন্য কম পাওয়া নয়।’’

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ।

এ সময় দলটির নেতাকর্মী ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা দোয়া মাহফিলে অংশ নেন।
 

ঢাকা/শাহরিয়ার//

সম্পর্কিত নিবন্ধ

  • দেশের ক্রান্তিকালে খালেদা জিয়ার বেঁচে থাকা প্রয়োজন: বাবর
  • ‘হাসিনার ষড়যন্ত্রে খালেদা জিয়া বারবার হেনস্থার শিকার হয়েছেন’