কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সামনে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনায় মামলা হয়েছে। এতে জড়িত অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১৬ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের আরও ছয় সদস্যকে আটক করেছে র‌্যাব।

পুলিশ বলছে, সংঘর্ষের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে যে দুজনের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র দেখা গিয়েছিল, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তাঁরাও রয়েছেন।

গতকাল রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত কুমিল্লা কোতোয়ালি মডেল থানা, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে অভিযান চালায়। এতে কোতোয়ালি থানা ও ডিবি পুলিশ ১৪ জনকে আটক করে। এ ছাড়া র‌্যাব পৃথক অভিযানে ভিক্টোরিয়া কলেজের ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে। এদিকে নগরের কান্দিরপাড় টাউনহল এলাকায় অভিযানে কিশোর গ্যাংয়ের আরও ছয় সদস্যকে আটক করেছে র‌্যাব।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

মহিনুল ইসলাম বলেন, নবীনবরণ উপলক্ষে কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ ঘটনায় আজ সকালে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করে। মামলায় ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩৫–৪০ জনকে আসামি করা হয়েছে। পরে পুলিশের অভিযানে ১৪ জন, র‌্যাবের অভিযানে ২ জনসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়। আজ দুপুরে তাঁদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একজনের হাতে দেশীয় চাপাতি হাঁসুয়া এবং আরেকজনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। প্রাথমিক তদন্তের মাধ্যমে ওই দুজনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে চাপাতি হাতে থাকা সিফাত (২০) এবং আগ্নেয়াস্ত্র হাতে থাকা আবরারকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা দুই পক্ষের নেতৃত্ব দিচ্ছিলেন। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। আধিপত্য বিস্তারকেই কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত বলে জানান তিনি।

এর আগে গতকাল দুপুরে নগরের কান্দিরপাড় এলাকার রানীর দীঘির পাড়ে অবস্থিত ভিক্টোরিয়া সরকারি কলেজের সামনে সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হন। এ ঘটনার পর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ দাবি করেন, ঘটনায় জড়িত ব্যক্তিরা কিশোর গ্যাংয়ের সদস্য।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে কলেজের উচ্চমাধ্যমিক শাখার ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী জিসান ও তাহফিদ হোসেনের সঙ্গে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভীন সিফাতের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি ও মারামারি শুরু হয়। পরে উভয় পক্ষের বন্ধুবান্ধব ও সহযোগীরা ঘটনাস্থলে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর ১২টার পর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতেই অভিযান শুরু করে।

আজ বেলা ১১টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, ভিক্টোরিয়া কলেজের সামনে অস্ত্র প্রদর্শনের ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে তাৎক্ষণিক অভিযানে নামে র‌্যাব। পরে রাতে একাধিক স্থানে অভিযান চালিয়ে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ভিক্টোরিয়া কলেজের সামনে অস্ত্র প্রদর্শনের ঘটনায় জড়িত দুজনও রয়েছেন। বাকিরা নগরের চিহ্নিত কিশোর গ্যাং সদস্য। নগরের কান্দিরপাড় টাউনহল মাঠে প্রকাশ্যে মাদক সেবনের সময় তাঁদের গ্রেপ্তার করেছে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই কিশোর গ্যাংয়ের সদস্যরাই নগরের বিভিন্ন স্থানে অপরাধমূলক কর্মকাণ্ড করছেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আগ ন য় স ত র গ র প ত র কর র ঘটন য় স ঘর ষ নগর র এ ঘটন সদস য

এছাড়াও পড়ুন:

ডিসির বরাবর নারায়ণগঞ্জে আর্দশ শিক্ষক ফেডারেশনের স্মারকলিপি প্রদান

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী ও জেলার উদ্যােগে শিক্ষকদের বিভিন্ন দাবীতে ডিসির বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার ২০ অক্টোবর সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক প্রাঙ্গনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী ও জেলার আয়োজনে র‌্যালী বক্তব্য ও স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন আমরা সম্মানিত শিক্ষকদের পাশে ছিলাম এবং থাকবো, তবে জেলা প্রশাসক গ্রীন এন্ড ক্লিন সহ যে উন্নায়ন মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেই দিকে খেয়াল রাখতে আহবান জানান। 

স্মারকলিপি প্রাদান শেষে বক্তারা বলেন, এমপিও ভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের ৫০% বাড়ি ভাড়া, ১০০% বোনাস, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং এবতেদায়ী মাদরাসা ও নন এমপিও শিক্ষক কর্মচারীদের চাকুরী এমপিওভুক্ত করণ ও শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণ তহবিলের পাওনাদি দ্রুত পরিশোধ সহ যৌক্তিক দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সারাদেশের সকল শিক্ষক ও ছাত্র- ছাত্রীদের নিয়ে আন্দোলন কর্মসূচি পালন করবে পর্যায়ক্রমে।

বক্তারা আরও বলেন, আমরা শিক্ষক, আমরা জাতি গঠনের কারিগর। দেশের বর্তমান পরিস্থিতিতে সৎ ভাবে উপার্জন করে পরিবার পরিজন নিয়ে সংসার পরিচালনা করতে কষ্ট হচ্ছে। আমাদের এমতাবস্থায় সরকারের কাছে আহবান জানাই, আপনারা সকল শিক্ষকদের নাভিশ্বাস জীবন থেকে পরিত্রাণের জন্য আমাদের সকল যৌক্তিক দাবী বাস্তবায়নের লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

অন্যথায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর এর উপদেষ্টা এইচ এম নাসির উদ্দিন।  

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মো. ওমর ফারুক'র সভাপতিত্বে এবং সেক্রেটারী মো. নুরুল ইসলাম'র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ফরিদ উদ্দিন আহমেদ, সংগঠনের জেলা সভাপতি মো আশরাফুল ইসলাম, অধ্যাপক কামাল উদ্দিন, সহ সভাপতি আব্দুল ওহাব, প্রচার ও মিডিয়া- এস এম শফিকুল ইসলাম শফিক, সদর পশ্চিম থানা সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সদস্য মাওলানা রফিকুল ইসলাম, ইবতেদাই শিক্ষক পরিষদ সভাপতি মুফতী আতিকুর রহমান, মাদ্রাসা শিক্ষক পরিষদ সভাপতি নারায়ণগঞ্জ মহানগর মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ