চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা নিউজিল্যান্ডের
Published: 14th, February 2025 GMT
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন দলের পেসার বেন সিয়ার্স। তার জায়গায় স্কোয়াডে যোগ দিয়েছেন জ্যাকব ডাফি।
নিউজিল্যান্ড ক্রিকেটের এক প্রেস রিলিজে জানানো হয়েছে, করাচিতে দলের প্রথম ট্রেনিং সেশনে বাঁ হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সিয়ার্স। স্ক্যান রিপোর্টে চোটের মাত্রা হালকা হলেও সেরে উঠতে কমপক্ষে দুই সপ্তাহ লাগবে। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার ফেরার সম্ভাবনা থাকলেও পুরো টুর্নামেন্টের জন্যই তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলের প্রধান কোচ গ্যারি স্টিড এ বিষয়ে বলেন, 'বেনের জন্য আমাদের সত্যিই খারাপ লাগছে। এমন বড় টুর্নামেন্টের আগে চোট পাওয়া সবসময়ই দুঃখজনক, বিশেষ করে যখন এটা তার প্রথম আইসিসি ইভেন্ট ছিল।'
নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু হবে ১৯ ফেব্রুয়ারি, পাকিস্তানের বিপক্ষে করাচিতে। এরপর ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে খেলবে তারা। ২ মার্চ ভারতের বিপক্ষে দুবাইয়ে গ্রুপপর্বের শেষ ম্যাচে নামবে কিউইরা।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।