সিরাজগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান, দুটি মোবাইল ও নগদ পাঁচশ টাকা জব্দ করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. উসমান গণি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলেন- দিনাজপুর জেলার মুরাদপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে ফরমান হোসেন (৪০) ও ঠাকুরগাঁও জেলার কালিকাগাঁও গ্রামের রশিদুল ইসলামের ছেলে লিটন ইসলাম মাসুদ ((২৮)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বরের সয়দাবাদ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে কাভার্ডভ্যানের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। জব্দ করা হয়েছে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত আরো কিছু সরঞ্জাম। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ঢাকা/রাসেল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।

বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত নিবন্ধ