আবু সাঈদ হত্যা মামলায় ছাত্রলীগ নেতা আকাশ জামালপুরে গ্রেপ্তার
Published: 16th, February 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে ইসলামপুর পৌর এলাকার গঙ্গাপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
ইমরান চৌধুরী আকাশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি। তিনি ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেনশা চৌধুরী শাহিনের ছেলে।
পুলিশ জানায়, রাতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে ইসলামপুর পৌর এলাকার গঙ্গাপাড়া নিজ বাড়ি থেকে আকাশকে গ্রেপ্তার করা হয়। আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আকাশ নিজ এলাকায় আত্মগোপনে থাকেন। তিনি আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত বলে জানিয়েছে রংপুর থানা পুলিশ ও পিবিআই।
আকাশের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ।
এদিকে অভিযানের সময় ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চয়ন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
.
উৎস: Samakal
কীওয়ার্ড: গ র প ত র কর ইসল ম
এছাড়াও পড়ুন:
মিরপুর বিসিআইসি কলেজে এবি ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন
এবি ব্যাংক পিএলসি পূর্ণাঙ্গ আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে মিরপুর বিসিআইসি কলেজে একটি কালেকশন বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের মিরপুর শাখার অধীনে পরিচালিত এই বুথটি কলেজের জন্য সকল ফি জমা নেয়াসহ শিক্ষক ও কর্মীদের বেতন-ভাতা প্রদানের সুবিধা প্রদান করবে।
সোমবার (৩ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বুথটির উদ্বোধন করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান এবং মিরপুর বিসিআইসি কলেজের অধ্যক্ষ কর্নেল মো. তৌহিদুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন মিরপুর বিসিআইসি কলেজের ভাইস প্রিন্সিপাল মো. জাকির হোসেন তালুকদার, এবি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন তৌফিক হাসান, এবি ব্যাংকের পে-রোল ও স্কুল ব্যাংকিং প্রধান ফিদা হাসান শাহেদ, এবং এবি ব্যাংকের মিরপুর শাখার ব্যবস্থাপক মো. আরিফুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
ঢাকা/এসবি