পাকিস্তানের জন্য ক্রিকেটের চেয়েও বেশি কিছু
Published: 19th, February 2025 GMT
সন্ত্রাসবাদের সর্বগ্রাসী থাবায় অন্ধকারে তলিয়ে গিয়েছিল সবকিছু। বহু বছরের তিল তিল চেষ্টায় সেই অতল আঁধার ভেদ করে ধীরে ধীরে আলোয় ফিরেছে পাকিস্তানের ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফি উদ্বোধনের মধ্য দিয়ে সেই প্রত্যাবর্তন পূর্ণতা পাচ্ছে। তাই করাচির ন্যাশনাল স্টেডিয়ামে আজ মোহাম্মদ রিজওয়ান ও মিচেল স্যান্টনারের টসের সময়কে পাকিস্তানের ক্রিকেটের জন্য মাহেন্দ্রক্ষণই বলা যায়। ২৯ বছর পর আইসিসির কোনো ইভেন্ট হতে যাচ্ছে দেশটিতে। তাই পাকিস্তানের কাছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি একটি ক্রিকেট টুর্নামেন্টের চেয়েও বেশি কিছু বিবেচিত হচ্ছে।
লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে আড়াই সপ্তাহের এই আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারলে দেশটির ক্রিকেট তো বটেই; পর্যটন, ব্যবসা-বাণিজ্যসহ অনেক বিষয়ে নতুন এক দিশা পাবে। যে কারণে নিরাপত্তার প্রশ্নে একবিন্দু ছাড় দিতে রাজি নয় পাকিস্তান। তাই তো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান রমিজ রাজা এএফপিকে বলেছেন, ‘পাকিস্তান যে একটি নিরাপদ দেশ, সেটি পুরো বিশ্বকে বুঝিয়ে দেওয়ার এটাই মোক্ষম সুযোগ। সে সঙ্গে এমন একটি বৈশ্বিক ইভেন্ট সুচারুরূপে আয়োজনেও যে আমরা সামর্থ্য রাখি– সেটি সবাইকে দেখিয়ে দেওয়ার সময়।’ পুরো বিশ্ব যে পাকিস্তানের এই দৃষ্টিভঙ্গি বুঝতে পারছে, সেটাও মনে করছেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক।
২০২১ সালে তিনি পিসিবির দায়িত্বে থাকার সময়ই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছিল পাকিস্তান। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদী হামলার পর থেকেই পাকিস্তানের অবস্থা খারাপ হতে থাকে। নিরাপত্তার অজুহাতে সেখানে যাওয়া কমিয়ে দেয় বিদেশিরা। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর ভয়াবহ হামলার পর তো বিশ্বের সব দেশ সেখানে যাওয়া বন্ধ করে দেয়। সেই পরিস্থিতি থেকে অনেক চেষ্টার পর ২০১৯ সালে টেস্ট ক্রিকেট ফেরে পাকিস্তানে। জিম্বাবুয়ে, উইন্ডিজ, বাংলাদেশ যায় দেশটি সফরে। এর পর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকাও যায় সেখানে। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে ক্রিকেট পরিপূর্ণভাবে ফিরছে দেশটিতে।
তাদের এত প্রতীক্ষার আয়োজনে কিছুটা হলেও বাধা সৃষ্টি করেছে প্রতিবেশী ভারত। সুদীর্ঘকালের রাজনৈতিক সংঘাতের জেরে তারা পাকিস্তানে খেলতে যাচ্ছে না। শুধু ভারত যাচ্ছে না বলে হাইব্রিড মডেলে পাকিস্তানের তিন শহরের সঙ্গে আরেক ভেন্যু যোগ হয়েছে দুবাই। করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচের পরদিন বৃহস্পতিবার দুবাইতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এ দুই দেশের মধ্যেও এখন চরম রাজনৈতিক অস্থিরতা চলছে। বিশেষ করে গত বছর ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ভারতের সঙ্গে নিজেদের ইতিহাসের সবচেয়ে সংঘাতময় সময় পার করছে বাংলাদেশ। চলমান এই যুদ্ধংদেহী আবহের কারণে অনেকের মতে, ভারত-পাকিস্তান ম্যাচের চেয়েও বাংলাদেশ-ভারত ম্যাচে উত্তেজনা বেশি থাকবে। ভারতের সঙ্গে বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশের তীব্র লড়াই হয়। এবার সেই উত্তেজনাটা নিশ্চিতভাবেই অনেক বেশি থাকবে।
তবে ভারত না গেলেও বাকি ৭ দেশকে নিয়ে মনে রাখার মতো একটি আয়োজন করতে চায় পাকিস্তান। এ জন্য তিন আয়োজক শহরের পাশাপাশি অন্যান্য শহরগুলোর নিরাপত্তাও জোরদার করা হয়েছে। যদিও পাকিস্তানের বড় শহরগুলোর অবস্থা এখন অনেক পাল্টে গেছে, সেখানে আগের মতো সচরাচর সন্ত্রাসী হামলা এখন আর দেখা যায় না। তার পরও কোনো রকম ফাঁকফোকর রাখছে না তারা। শুধু লাহোর ও রাওয়ালপিন্ডিতেই নিরাপত্তার জন্য ১২ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। পাঞ্জাবের মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) উসমান আনোয়ার নিশ্চিত করেছেন, দেশি-বিদেশি খেলোয়াড়, কর্মকর্তা ও ক্রিকেট-ভক্তদের জন্য পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভেন্যুর পাশাপাশি খেলোয়াড়দের হোটেল ও চলাচলের রাস্তা সর্বাধুনিক প্রযুক্তির সাহায্যে নিরাপত্তা নিশ্চিত করা হবে। পুলিশের পাশাপাশি এলিট ফোর্সের দলগুলোও সার্বক্ষণিক টহল দেবে। স্টেডিয়াম ও আশপাশের উঁচু ভবনে স্নাইপারও মোতায়েন করা হবে।
২০১৭ সালের পর আবার মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সর্বশেষ আসরে শিরোপা জিতেছিল পাকিস্তান। তাই এবার স্বাগতিকরা শিরোপা ধরে রাখার লড়াইয়ে অবতীর্ণ হচ্ছে। কাগজে-কলমে বোদ্ধারা স্বাগতিকদের সঙ্গে ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে ফেভারিট হিসেবে ভাবছে। এবারও বেশ কিছু তারকা খেলোয়াড় চোটের কারণে খেলতে পারছেন না। তবে এর মধ্যে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে, জাসপ্রিত বুমরাহ, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যানরিখ নরখিয়া, লকি ফার্গুসনসহ বিশ্বের তারকা পেসারদের অধিকাংশই চোটের কারণে আসর থেকে ছিটকে গেছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
ঢাকায় জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ আজ, কোথায়, কখন, কোন দল
ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ কয়েক দফা দাবিতে রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার একযোগে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামীসহ সাতটি দল।
বিক্ষোভের আগে বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাবসহ আশপাশের এলাকায় দলগুলো সংক্ষিপ্ত সমাবেশ করবে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি চলবে।
প্রায় অভিন্ন দাবিতে সাতটি দল তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আজ প্রথম দিনে রাজধানী ঢাকায়, আগামীকাল শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে দলগুলোর।
জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এই কর্মসূচি পালন করবে। সাতটি দলের কেউ ৫ দফা, কেউ ৬ দফা, কেউ ৭ দফা কর্মসূচি ঘোষণা করলেও সবার মূল দাবি প্রায় অভিন্ন। দাবিগুলো হচ্ছে
জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, জাতীয় সংসদের উভয় কক্ষে (কেউ কেউ উচ্চকক্ষে) সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু করা
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড (সবার সমান সুযোগ) নিশ্চিত করা
বিগত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
সাড়ে চারটায় জামায়াতআজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকের সামনে সমাবেশের পর বিক্ষোভ মিছিল করবে জামায়াত। সমাবেশে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ প্রথম আলোকে জানিয়েছেন, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে মিছিল বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।
বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে মিছিল বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।জোহরের পর ইসলামী আন্দোলনজোহর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তরে প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিলে নেতৃত্ব দেবেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেছে।
জোহর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তরে প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।আসরের পর বাংলাদেশ খেলাফত মজলিসআসর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকের সামনে বিক্ষোভ মিছিল করবে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। গতকাল এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ কর্মসূচিতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।
এ ছাড়া খেলাফত মজলিস বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করবে। এতে দলের মহাসচিব আহমদ আবদুল কাদের প্রধান অতিথির বক্তব্য দেবেন।
একই সময়ে, একই জায়গায় মিছিল করবে বাংলাদেশ খেলাফত আন্দোলনও। বিকেল চারটায় একই জায়গায় বিক্ষোভ করবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
আসর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকের সামনে বিক্ষোভ মিছিল করবে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস।জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকেল সাড়ে চারটায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজধানীর মধ্য এলাকায় একযোগে সাতটি দলের বিক্ষোভের কর্মসূচি ঘিরে নেতা-কর্মীদের সমাগমে সড়কে যানজটের সৃষ্টি হতে পারে। এ জন্য নগরবাসী দুর্ভোগের সম্মুখীন হতে পারেন। যদিও আজ ও আগামীকাল সকালে বিসিএস পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য এই সাত দল কর্মসূচি বিকেলে করার সিদ্ধান্ত নিয়েছে।
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকেল সাড়ে চারটায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে।