সিরাজগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
Published: 20th, February 2025 GMT
সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামীর ছুরিকাঘাতে রুমানা খাতুন (২১) নামের এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আশরাফুল ইসলাম সোহাগকে (২৮) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা মুরুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমানা খাতুন উল্লাপাড়ার উপজেলার সোনতলা গ্রামের মোতাহার হোসেনের মেয়ে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী বলেন, ‘‘বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। পারিবারিক কলহের জের বৃহস্পতিবার সকালে উভয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী সোহাগ ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’’
তিনি আরো বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’’
ঢাকা/রাসেল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিলেট জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে নগরীর শেখঘাট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাকে ওই সব মামলায় গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। তিনি জানান, দুপুরে তাকে আদালতে হাজির করা হবে।