‘নাটকটি সিনেমা হলে রিলিজ করা উচিত ছিল’। ইউটিউবে ‘মন-দুয়ারী’ নাটকের নিচে মন্তব্যের ঘরে লিখেছেন এক দর্শক। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। কেবল তিনিই নন, এমন দাবি আরও অনেক ভক্তের। বড় বাজেটের নাটকটি নিয়ে শুটিংয়ের সময় থেকেই ছিল আলোচনা, মুক্তির পর সেটা যেন আরও ছড়িয়েছে। গত বছরের মাঝামাঝি থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য ইউটিউবে নাটক সেভাবে আলোচনায় ছিল না। কিন্তু ‘মন-দুয়ারী’ সব হিসাব–নিকাশ বদলে দিয়েছে। গত মঙ্গলবার রাতে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তির পর থেকেই এটি বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে।

ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া নাটকটির চিত্রনাট্য করেন নাসির খান ও জাকারিয়া সৌখিন। পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা।

‘মন-দুয়ারী’ নাটকের দৃশ্য। সংগৃহীত.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ