মুক্তি পেয়েই ট্রেন্ডিংয়ের শীর্ষে, অপূর্ব-নিহার নাটক দেখে কী বলছেন দর্শকেরা
Published: 21st, February 2025 GMT
‘নাটকটি সিনেমা হলে রিলিজ করা উচিত ছিল’। ইউটিউবে ‘মন-দুয়ারী’ নাটকের নিচে মন্তব্যের ঘরে লিখেছেন এক দর্শক। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। কেবল তিনিই নন, এমন দাবি আরও অনেক ভক্তের। বড় বাজেটের নাটকটি নিয়ে শুটিংয়ের সময় থেকেই ছিল আলোচনা, মুক্তির পর সেটা যেন আরও ছড়িয়েছে। গত বছরের মাঝামাঝি থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য ইউটিউবে নাটক সেভাবে আলোচনায় ছিল না। কিন্তু ‘মন-দুয়ারী’ সব হিসাব–নিকাশ বদলে দিয়েছে। গত মঙ্গলবার রাতে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তির পর থেকেই এটি বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে।
ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া নাটকটির চিত্রনাট্য করেন নাসির খান ও জাকারিয়া সৌখিন। পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা।
‘মন-দুয়ারী’ নাটকের দৃশ্য। সংগৃহীত.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শুঁটকিপল্লির ব্যস্ত সময়
২ / ৮টুকরি থেকে মাছগুলো ঢালা হচ্ছে