চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওপেনার রায়ান রিকেলটন সেঞ্চুরি করেছেন। ফিফটি পেয়েছেন টেম্বা বাভুমা, রেসি ফন ডার ডুসেন ও এইডেন মার্করাম।

তাদের ব্যাটে ৬ উইকেট হারিয়ে ৩১৫ রানের বড় পুঁজি পেয়েছে গত বছর টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলা প্রোটিয়ারা।

শুক্রবার করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। মোহাম্মদ নবী ষষ্ঠ ওভারে আফগানিস্তানকে প্রথম সাফল্য এনে দেন।

কিন্তু অন্য ওপেনার রিকেলটন ও তিনে নামা অধিনায়ক টেম্বা বাভুমা ১২৯ রানের জুটি গড়ে দলকে বড় রানের পথে তুলে নেন। অধিনায়ক বাভুমা ৭৬ বলে ৫৮ রান করে আউট হন। তার ব্যাট থেকে পাঁচটি চারের শট আসে। 

রিকেলটন ১০৬ বলে ১০৩ করে রান আউট হন। তার ব্যাট থেকে সাতটি চার ও একটি ছক্কা আসে। এরপর ডুসেন ও মার্করাম ঝড়ো ফিফটি করেন। রেসির ব্যাট থেকে ৪৬ বলে ৫২ রান আসে। তিনি তিনটি ছক্কা ও দুটি চার মারেন। মার্করাম ৩৬ বলে ৫২ রানের হার না মানা ইনিংস খেলেন। ছয়টি চার ও একটি ছক্কা মারেন তিনি।

আফগানিস্তানের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে বয়স্ক ক্রিকেটার নবী ১০ ওভারে ৫১ রান দিয়ে ২ উইকেট নেন। ফজল হক ফারুকি, আজমতুল্লাহ ওমরজাই ও নুর আহমেদ নেন একটি করে উইকেট।  

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের যেসব আসনে নির্বাচন করার কথা রয়েছে, সেখানেও প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন:

বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা

কুষ্টিয়ায় মনোনয়নবঞ্চিত সোহরাব- সমর্থকদের বিক্ষোভ

বিএনপির ঘোষিত আসনভিত্তিক তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকা-১১ (বাড্ডা-ভাটারা-রামপুরা) আসনের তাদের প্রার্থী এম এ কাইয়ুম। এই আসনে নির্বাচন করতে পারেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

রংপুর-৪ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ এনামুল হক ভরসা। এই আসনে নির্বাচন করতে পারেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ নওশাদ জমির। এই আসনে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের।

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। এই আসনে নির্বাচন করতে পারেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

চাঁদপুর-৫ আসনে বিএনপির প্রার্থী করা হয়েছে মো. মমিনুল হককে। এই আসনে নির্বাচন করতে পারেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন রাইজিংবিডি ডটকমকে বলেন, “এখন পর্যন্ত আমাদের দলের আসনভিত্তিক মনোনয়ন চূড়ান্ত করা হয়নি। যখন চূড়ান্ত করা হবে, আপনাদের জানানো হবে।”

এর আগে রবিবার (৩ নভেম্বর) সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা ৩০০ আসন ধরে এগোচ্ছি। ঢাকা থেকেই আমি দাঁড়াব। আর কে কোন আসনে দাঁড়াবেন, আমরা প্রার্থী তালিকা এ মাসেই দিতে পারি।”

অবশ্য বিএনপি ও এনসিপি চূড়ান্ত মনোনয়ন না দেওয়া পর্যন্ত যে কোনো আসনে যেকোনো সময় পরিবর্তন আসতে পারে বলে তারা ঘোষণা দিয়ে রেখেছে। 

ঢাকা/রায়হান/রাসেল

সম্পর্কিত নিবন্ধ