অনুশীলনে অনুপস্থিত বাবর, কেমন হবে পাকিস্তানের একাদশ
Published: 23rd, February 2025 GMT
বাবর আজম ভারতের বিপক্ষে পাকিস্তানের একাদশে থাকবেন তো? প্রশ্নটা উঠছে। কারণ, গতকাল দলের অনুশীলনে ছিলেন না বাবর। যে অনুশীলন সেশনে পিসিবি প্রধান মহসিন নাকভি উপস্থিত ছিলেন, সেখানে বাবরের না থাকা কিছু প্রশ্নের জন্ম দিয়েছে।
এর আগে ফখর জামান চোটে পড়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে। এমন অবস্থায় পাকিস্তান ভারতের বিপক্ষে অনেকটা বাঁচা মরার লড়াইয়ে নামবে। এই ম্যাচে কেমন হতে পারে পাকিস্তানের একাদশ?
পাকিস্তান দলে একটি পরিবর্তন অবশ্যম্ভাবী। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ওপেনার ফখরের জায়গায় স্কোয়াডে এসেছেন ইমাম-উল-হক। দলে আছেন আরেক ওপেনার উসমান খানও। এরপরও আজ ইমামের খেলার সম্ভাবনাই বেশি। কারণ, উসমানের এখনো ওয়ানডে অভিষেক হয়নি। লিস্ট ‘এ’ ক্রিকেটে তিনি ব্যাটিং করেন ৪ নম্বরে।
বাবরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি পিসিবি। তিনি যদি খেলেন তাহলে ইমামের সঙ্গে ওপেন করবেন তিনি। গত ম্যাচে ওপেন করা সৌদ শাকিল ফিরতে পারেন তিন নম্বরে। চার নম্বরে রিজওয়ান ও পাঁচ নম্বরে খেলবেন সালমান আগা।
দল থেকে বাদ পড়তে পারেন তৈয়ব তাহির। তাঁর জায়গায় ফিরতে পারেন কামরান গুলাম। গত ম্যাচে ফিফটি করা খুশদিল শাহ খেলবেন লোয়ার মিডল অর্ডারে। যথারীতি থাকবেন তিন পেসার শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও এক স্পিনার আবরার আহমেদ। দুবাইয়ের উইকেটের সুবিধা নিতে চাইলেও আরেক বিশেষজ্ঞ স্পিনার খেলানোর সুযোগ তাদের নেই। স্কোয়াডেই তো আছেন শুধু বিশেষজ্ঞ স্পিনার একজন—আবরার।
ভারতের সংসার সুখের। সেখানে ফর্মের কারণেই এই মুহূর্তে কারও বাদ পড়ার সম্ভাবনা নেই। দলের কম্বিনেশনের কারণে হয়তো কেউ একাদশের বাইরে থাকতে পারেন। সে ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে বোলিং আক্রমণে। স্পিন শক্তি আরও বাড়াতে যোগ হতে পারেন বরুণ চক্রবর্তী। যদিও সেই সম্ভাবনা কম।
২৯ বছর অপেক্ষার পর ঘরের মাঠে পাকিস্তান খেলছে আইসিসির কোনো টুর্নামেন্ট। দীর্ঘ অপেক্ষার এই টুর্নামেন্ট শুরুর তিন দিনের মধ্যেই বাদ পড়ার শঙ্কায় স্বাগতিক পাকিস্তান। দেখা যাক এমন পরিস্থিতিতে পাকিস্তান জ্বলে উঠতে পারে কি না।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আগা সালমান, বাবর আজম, ইমাম-উল-হক, কামরান গুলাম, সৌদ শাকিল, খুশদিল শাহ, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।
ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল (সহ-অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব/বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন র এক
এছাড়াও পড়ুন:
ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।
আরো পড়ুন:
যে আসন থেকে লড়বেন তারেক রহমান
২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, ৩টি আসনে লড়বেন খালেদা জিয়া
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়।
এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ঢাকা-৮ আসনের সম্ভ্যাব্য প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।”
মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।”
বিএনপি মহাসচিব বলেন, “দিনাজপুর-৩ থেকে আগামী নির্বাচনে অংশ নেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকেও লড়বেন তিনি।”
সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ