বাবর আজম ভারতের বিপক্ষে পাকিস্তানের একাদশে থাকবেন তো? প্রশ্নটা উঠছে। কারণ, গতকাল দলের অনুশীলনে ছিলেন না বাবর। যে অনুশীলন সেশনে পিসিবি প্রধান মহসিন নাকভি উপস্থিত ছিলেন, সেখানে বাবরের না থাকা কিছু প্রশ্নের জন্ম দিয়েছে।

এর আগে ফখর জামান চোটে পড়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে। এমন অবস্থায় পাকিস্তান ভারতের বিপক্ষে অনেকটা বাঁচা মরার লড়াইয়ে নামবে। এই ম্যাচে কেমন হতে পারে পাকিস্তানের একাদশ?

পাকিস্তান দলে একটি পরিবর্তন অবশ্যম্ভাবী। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ওপেনার ফখরের জায়গায় স্কোয়াডে এসেছেন ইমাম-উল-হক। দলে আছেন আরেক ওপেনার উসমান খানও।  এরপরও আজ ইমামের খেলার সম্ভাবনাই বেশি। কারণ, উসমানের এখনো ওয়ানডে অভিষেক হয়নি। লিস্ট ‘এ’ ক্রিকেটে তিনি ব্যাটিং করেন ৪ নম্বরে।

বাবরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি পিসিবি। তিনি যদি খেলেন তাহলে ইমামের সঙ্গে ওপেন করবেন তিনি। গত ম্যাচে ওপেন করা সৌদ শাকিল ফিরতে পারেন তিন নম্বরে। চার নম্বরে রিজওয়ান ও পাঁচ নম্বরে খেলবেন সালমান আগা।

দল থেকে বাদ পড়তে পারেন তৈয়ব তাহির। তাঁর জায়গায় ফিরতে পারেন কামরান গুলাম। গত ম্যাচে ফিফটি করা খুশদিল শাহ খেলবেন লোয়ার মিডল অর্ডারে। যথারীতি থাকবেন তিন পেসার শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও এক স্পিনার আবরার আহমেদ। দুবাইয়ের উইকেটের সুবিধা নিতে চাইলেও আরেক বিশেষজ্ঞ স্পিনার খেলানোর সুযোগ তাদের নেই। স্কোয়াডেই তো আছেন শুধু বিশেষজ্ঞ স্পিনার একজন—আবরার।

ভারতের সংসার সুখের। সেখানে ফর্মের কারণেই এই মুহূর্তে কারও বাদ পড়ার সম্ভাবনা নেই। দলের কম্বিনেশনের কারণে হয়তো কেউ একাদশের বাইরে থাকতে পারেন। সে ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে বোলিং আক্রমণে। স্পিন শক্তি আরও বাড়াতে যোগ হতে পারেন বরুণ চক্রবর্তী। যদিও সেই সম্ভাবনা কম।

২৯ বছর অপেক্ষার পর ঘরের মাঠে পাকিস্তান খেলছে আইসিসির কোনো টুর্নামেন্ট। দীর্ঘ অপেক্ষার এই টুর্নামেন্ট শুরুর তিন দিনের মধ্যেই বাদ পড়ার শঙ্কায় স্বাগতিক পাকিস্তান। দেখা যাক এমন পরিস্থিতিতে পাকিস্তান জ্বলে উঠতে পারে কি না।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আগা সালমান, বাবর আজম, ইমাম-উল-হক, কামরান গুলাম, সৌদ শাকিল, খুশদিল শাহ, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল (সহ-অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব/বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র এক

এছাড়াও পড়ুন:

বৃষ্টিস্নাত রমনায় সবুজের উল্লাস

রমনা উদ্যানের গাছগুলো বৃষ্টিতে ভিজছে, ভিজছে মাটি ও মাটির ওপরের ঘাসগুলো। বর্ষায় রমনার রূপ হয় দেখার মতো। চারদিকে কেবল সবুজ আর সবুজ। বসন্তের মতো ফুল নেই তো কী হয়েছে? আছে শ্যামল রূপ, আছে অপার স্নিগ্ধতা। বুকভরে ধুলাহীন নিশ্বাস নেওয়ার অবকাশ, প্রকৃতির উদার আমন্ত্রণ।

‘পাগলা হাওয়ার বাদল-দিনে’ ঢাকার রমনা পার্কের গাছের পাতাগুলো এখন আরও সবুজ। টলটলে জলের নয়নাভিরাম ঝিলটা টইটম্বুর। ধুলাময়লাহীন পায়ে চলার পথ। আর গাছের পাতার ফাঁকে রয়েছে অজস্র ফুল। কোনোটা লাল, কোনোটা বেগুনি আবার কোনোটা সাদা। বৃষ্টির মধুর আশকারা পেয়ে রমনা পার্কে এখন সবুজের উল্লাস।

এই পার্কটিকে ঢাকার ফুসফুস বলা হয়। এর যথেষ্ট কারণ আছে অবশ্য। এ রকম প্রগাঢ় নিরেট সবুজ এ শহরে কমই আছে। রমনা তাই ঢাকার জনজীবনের স্পন্দন। এটি কেবল একটি পার্ক নয়, বরং নাগরিক জীবনের পরম আনন্দ-আশ্রয়।

সম্প্রতি ‘বৃষ্টি নেশাভরা’ এক বিকেলে অরুণোদয় ফটক দিয়ে রমনা পার্কে প্রবেশ করলাম। অনেকে শরীরচর্চায় ব্যস্ত। কেউ দল বেঁধে করছেন, কেউ একাকী। কোনো দল ব্যায়াম করে ভোরে, কেউ আবার বিকেলে বা সন্ধ্যায়। আবার অনেকে আছেন দুই বেলাই হাঁটাহাঁটি করেন। হাঁটা সেরে কেউ কেউ লেকের পাশে এসে দুদণ্ড জিরিয়ে নেন। লেকে চলছিল বোট।

বর্ষার ফুলের উৎসব

বর্ষা এলেই রমনা পার্ক যেন রঙের নতুন ভাষা শেখে। আমাদের ঋতুচক্র অনুযায়ী, বসন্ত ও গ্রীষ্মকালেই এ দেশে ফোটে অধিকাংশ ফুল। তবে বর্ষারও নিজস্ব কিছু ফুল আছে, আর গ্রীষ্মের কিছু ফুল টিকে থাকে বর্ষা পর্যন্ত। সেদিন রমনায় গিয়ে এমনই কিছু ফুল চোখে পড়ল—বৃষ্টিভেজা পাতার ফাঁকে তাদের রং যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছিল। মনে হলো, প্রকৃতির এই নিঃশব্দ উৎসবেও কত কথা লুকিয়ে থাকে!

রমনার গোলাপবিথি সেদিন দর্শনার্থীদের সবচেয়ে বেশি মনোযোগ কাড়ছিল। সারি সারি ঝোপে ফুটে আছে হরেক রঙের গোলাপ—লাল, সাদা, হলুদ, কমলা, গাঢ় গোলাপি। বর্ষার ভেজায় যেন আরও সতেজ, আরও তাজা হয়ে উঠেছে প্রতিটি পাপড়ি। নরম আলো আর বৃষ্টিজলে ভেজা ফুলগুলোর সৌন্দর্য মোহিত করেছে পথচলার মানুষকে। কেউ থেমে দাঁড়িয়ে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন—মুঠোফোনে বন্দী হচ্ছে বর্ষার রঙিন রমনা।

এটি কেবল একটি পার্ক নয়, বরং নাগরিক জীবনের পরম আনন্দ-আশ্রয়।

সম্পর্কিত নিবন্ধ