পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের বরণ করে করেছে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ভিএসএ)। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আনুষ্ঠানিক নবীনবরণ সম্প্রতি এনএসভিএম অনুষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর
ড.
নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে আয়েশা আক্তার সিনহা অনুভূতি প্রকাশ করে বলেন, ‘ভিএসএ আমাদের পাঠ্যবইয়ের বাইরে মানবিক চিকিৎসক হওয়ার প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে, এতে আমরা খুবই আনন্দিত।’
২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম রাফি নবীনদের উদ্দেশে বলেন, যেখানে মানবতা শেষ, সেখান থেকে ভেটেরিনারিয়ানদের দায়িত্ব শুরু। তারা শুধু রোগীর ব্যথা শুনতে পান না, বরং অনুভব করেন। ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মিল্টন তালুকদার বলেন, আমাদের এই সংগঠন ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধিতে কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান বলেন, এখানে অনেক সীমাবদ্ধতা থাকলেও আমার বিশ্বাস, এখানকার শিক্ষার্থীরা সব সীমাবদ্ধতা পেরিয়ে নিজেদের দক্ষ ভেটেরিনারি চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম। বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য এস এম হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ মো. আব্দুল লতিফ শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা অর্জনের দিকনির্দেশনা দেন। v
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে একাদশ শ্রেণিতে নবীনবরণ অনুষ্ঠিত
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকে একাদশ শ্রেণিতে নতুন শিক্ষার্থীদের নবীনবরণ আজ সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল রেওয়ান, এনডিসি, পিএসসি, পরিচালক, ডিপি (আর্মি)–২, ডিজিডিপি ও কলেজ অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান, বিএসপি, বিজিওএম, এনডিসি, পিএসসি।
একাদশ শ্রেণির নবাগত প্রায় ২ হাজার ২০০ শিক্ষার্থীর আনুষ্ঠানিক বরণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ২ হাজার ৪১১ শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাসসহ ২ হাজার ২২৭ জন জিপিএ–৫ অর্জন করেছে। বিজ্ঞপ্তি
আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫