এলোমেলো ক্রিকেট থেকে বের হতে চান নাজমুল
Published: 24th, February 2025 GMT
দ্বিপক্ষীয় সিরিজের বাংলাদেশ আর আইসিসি ইভেন্টের বাংলাদেশ যেন দুটি দল! দ্বিপক্ষীয় সিরিজে যে বাংলাদেশ মাঝেমধ্যেই বড় দলগুলোকেও মরণকামড় দেয়, আইসিসি ইভেন্টে বেশির ভাগ সময়ই তাদের পারফরম্যান্স হয় লেজেগোবরে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন অবশ্য বেছে নিলেন ‘এলোমেলো’ শব্দটা। ভবিষ্যতের জন্য এমন ‘এলোমেলো’ ক্রিকেট থেকে বের হওয়ার পথ খুঁজে পেতে চান তিনি।
আরও পড়ুনভালো উইকেটে ব্যাটিং খারাপ করায় হতাশ নাজমুল৫৬ মিনিট আগেনিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে হেরে শেষ হয়ে গেছে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের খারাপ করা নিয়ে অধিনায়কের মন্তব্য, ‘আমরা সিরিজ জিতলেও বেশির ভাগ সময় ঘরের মাঠে জিতি। দেশের বাইরে সিরিজ কমই জেতা হয়। আইসিসি ইভেন্টেও একই অবস্থা। একদিন বোলিং ভালো হয় না, আরেক দিন ব্যাটিং খারাপ হয়, আরেক দিন ফিল্ডিং খারাপ হয়। কেমন যেন এলোমেলো ক্রিকেট হয়। আমাদের এটা থেকে বের হয়ে আসার পথ খুঁজতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে সম্মিলিতভাবে ভালো করার উপায় বের করতে হবে।’
বোলিংয়ে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আইস স
এছাড়াও পড়ুন:
ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড
৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।
২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।
তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।
ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড