আমার বাবা-মা কি ভিখারি, প্রশ্ন ভারতের স্ত্রী জয়শ্রীর
Published: 26th, February 2025 GMT
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় খলনায়ক ভারত কল। ব্যক্তিগত জীবনে নানারকম চড়াই-উতরাই পেরিয়েছেন। তার প্রথম স্ত্রী অনুশ্রী দাসের সঙ্গে অনেক আগেই বিচ্ছেদ হয়েছে। এরপর মুম্বাইয়ে বসবাসকারী বাঙালি অভিনেত্রী সায়ন্তনী ঘোষের প্রেমে পড়েন ভারত। দীর্ঘদিন লিভ-ইন করেছেন তারা। তবে সে প্রেমও ভেঙে যায়।
সায়ন্তনীর সঙ্গে প্রেমের সম্পর্ক ভাঙার অনেক বছর পর অভিনেত্রী জয়শ্রী মুখার্জিকে বিয়ে করেন ভারত কল। এ অভিনেতার চেয়ে ১৮ বছরের ছোট এই অভিনেত্রী। এ সংসারে তাদের একটি কন্যাসন্তান রয়েছে। তার নাম আরিয়া।
ভারত ক্যানসারে আক্রান্ত। এ তথ্য জেনেও ভারতকে বিয়ে করেন জয়শ্রী। ফলে অনেকে ভারতকে স্বার্থপর বলেছেন। আবার অনেকে জয়শ্রীকে ‘লোভী’ তকমাও দিয়েছেন। কারণ ভারতের অর্থের লোভে তাকে বিয়ে করেছেন। এ নিয়ে এখনো সমালোচনা বিদ্যমান টলিপাড়ায়।
আরো পড়ুন:
সাবুদিকে প্রথম দেখেই প্রেমে পড়ে যাই: পরাণ বন্দ্যোপাধ্যায়
নব্বইয়ের শেষে যারা জন্মেছে, তারা ‘খিচুড়ি’ ভাষার মধ্যে বড় হয়েছে: পরমব্রত
মানুষের এমন ভাবনা-চিন্তায় ভীষণ বিরক্ত ও ক্ষুব্ধ জয়শ্রী। দ্য ওয়ালকে এ অভিনেত্রী বলেন, “ভারতকে যখন বিয়ে করার কথা জানাই, তখন আত্মীয়দের অনেকেই বলেছিল— আমি নাকি টাকার জন্য বিয়ে করছি! আরে আমার বাবা-মা কি ভিখারি ছিল? হ্যাঁ, হয়তো ভারতের মতো এতটাও সচ্ছলতা ছিল না। তবে আমাদেরও নিজস্ব গাড়ি, ফ্ল্যাট ছিল।”
ভারত এখন ক্যানসার মুক্ত। তবে হার্টের অসুখেও ভুগছেন, তার হৃদযন্ত্রে দুটো রিং পরানো হয়েছে। মানুষের এসব মন্তব্য ভারতকেও আহত করে।
তবে সবকিছু ছাপিয়ে কন্যা আরিয়াকে নিয়েই বেশি চিন্তা ভারতের। কারণ স্ত্রী জয়শ্রীকে ‘ফাইটার’ হিসেবে বিশ্বাস করেন। ভারত বলেন, “আমার দুরারোগ্য ক্যানসার হয়েছিল। ফলে নিজের জীবন নিয়ে খুব একটা চিন্তিত নই। হয়ত আরিয়ার বড়বেলাটা দেখে যেতে পারব না। ওর জীবনে যাতে কোনোকিছুর অভাব না থাকে, সে বিষয়টি নিশ্চিত করে যাব।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র ভ রতক
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ।
সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে।
ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল।
নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।