যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোকে আরো বেশি সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের নবগঠিত সরকারি কর্মদক্ষতা দপ্তরের (ডিওজিই) দায়িত্বপ্রাপ্ত ধনকুবের ইলন মাস্ক মন্ত্রীসভার বৈঠকে উপস্থিত ছিলেন। ট্রাম্প তাকে আরো বেশি কঠোর পদক্ষেপ নিতে ও সরকারি ব্যয় কমানোর পরিকল্পনা নিয়ে মন্ত্রীসভায় আলোচনা করার অনুমতি দিয়েছেন।  

আরো পড়ুন:

এবার তুরস্কে বৈঠকে বসছে রাশিয়া-যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ নিয়ে চুক্তিতে রাজি ইউক্রেন

মার্কিন প্রেসিডেন্টের নতুন একটি আদেশে কেন্দ্রীয় সংস্থাগুলোকে ১৩ মার্চের মধ্যে ‘ব্যাপক আকারে’ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা জমা দেওয়ার নিদের্শ দেওয়া হয়েছে। ইলন মাস্কের ডিওজিই দপ্তর এর আগে বেশ বড় আকারে ফেডারেল কর্মী ছাঁটাই ও বেশ কিছু সরকারি সহায়তা তহবিল বাতিল করায় বিভিন্ন সংস্থা বিপর্যয়কর পরিস্থিতির মুখে রয়েছে। নতুন আদেশে ছাঁটাইয়ের সংখ্যা নির্দিষ্ট করা হয়নি। 

এখন পর্যন্ত, প্রবেশনারি কর্মীরা বেশি ছাঁটাইয়ের শিকার হয়েছেন। নতুন আদেশের ফলে বেসামরিক অভিজ্ঞ কর্মীরাও ছাঁটাইয়ের মুখে পড়তে পারেন। 

মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, পরিবেশ সুরক্ষা সংস্থার প্রশাসক লি জেলডিন তার ১৫ হাজারেরও বেশি কর্মীর মধ্যে ৬৫ শতাংশ পর্যন্ত ছাঁটাই করার পরিকল্পনা করছেন।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, মার্কিন মৎস্য ও বন্যপ্রাণী পরিষেবা এবং ভারতীয় বিষয়ক ব্যুরোর মতো সংস্থাগুলোকে ৪০ শতাংশ পর্যন্ত কর্মী ছাঁটাইয়ের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ইলন মাস্ক মন্ত্রিসভা-স্তরের কোনো সরকারি কর্মকর্তা নন এবং মার্কিন সিনেটের কোনো অনুমোদনের মুখোমুখি হননি। তারপরও ট্রাম্প তাকে মন্ত্রীসভার বৈঠকে আমন্ত্রণ জানান। বৈঠকে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, তিনি মাস্ক ও কাজে সন্তুষ্ট। 

বৈঠক মাস্ক জানান, তিনি ৬ দশমিক ৭ ট্রিলিয়ন মার্কিন বাজেট থেকে এ বছর ১ ট্রিলিয়ন ডলার ব্যয় কমাতে পারবেন।

বিশ্লেষকদের মতে, মাস্কের এই ব্যাপক উচ্চাভিলাষী লক্ষ্যের ফলে সম্ভবত সরকারি প্রকল্পগুলোতে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটবে।

মন্ত্রীসভার বৈঠক শেষে ট্রাম্প একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন, যেখানে কেন্দ্রীয় সংস্থাগুলোকে মাস্কের ডিওজিই দপ্তরের সঙ্গে কাজ করার নিদের্শ দেওয়া হয়েছে, যাতে সব ‘অপ্রয়োজনীয়’ চুক্তি পর্যালোচনা ও বাতিল করা হয়। এছাড়া সরকারের রিয়েল এস্টেট পরিচালনাকারী জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশনকে যেকোনো অপ্রয়োজনীয় সম্পত্তি নিষ্পত্তি করার জন্য পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। 

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সরক র

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ