শাস্তির মুখে বাফুফে সভাপতির ক্লাব নোফেল
Published: 1st, March 2025 GMT
২০১৭-১৮ মৌসুম থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) খেললেও এবার হঠাৎ দলবদলে অংশ নেয়নি বাফুফের বর্তমান সভাপতি তাবিথ আউয়ালের ক্লাব নোফেল স্পোর্টিং ক্লাব।
নিয়ম অনুযায়ী, দলবদলে এন্ট্রি নিয়ে অংশগ্রহণ না করলে তিন মৌসুম ক্লাব লাইসেন্সিং করার সুযোগ হারানোর পাশাপাশি আর্থিক জরিমানাও গুনতে হয়।
আজ লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানের সঙ্গে সভা করেছে বিসিএলের ক্লাবগুলো। যে সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে দলবদলে অংশ না নেওয়ায় বাইলজ অনুযায়ী, এবারসহ তিন মৌসুম নোফেল ক্লাব লাইসেন্সিং করতে পারবে না। পাশাপাশি পেশাদার লিগের দ্বিতীয় স্তরে খেলার সুযোগ থাকছে না তাদের।
আরও পড়ুনজরিমানার তোয়াক্কা না করেই বাফুফের দুই লিগে খেলছে না ৩ দল২১ জুন ২০২৪এ ছাড়া ডিসিপ্লিনারি কমিটি আর্থিক শাস্তি ঘোষণা করতে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানায়নি বাফুফে।
সভার সিদ্ধান্ত নিয়ে প্রথম আলোকে সংক্ষেপে জানিয়েছেন ফরাশগঞ্জের কর্মকর্তা বাবুরাম, ‘আমাদের কিছু দাবি ছিল। তারা সেসব নিয়ে ইতিবাচক। খেলা শুরুর আগে একটা আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছে।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দলবদলের বাজারে চেলসিই রাজা, শীর্ষ দশে আর কারা
আধুনিক ফুটবলের দলবদল মানেই টাকার বস্তা নিয়ে খেলোয়াড় কিনতে নামা। প্রতি মৌসুমেই শীর্ষ দলগুলোর চোখ থাকে সেরা খেলোয়াড়দের দিকে। যেমন নির্দিষ্ট একটি ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বেশি খরচ করা দল চেলসি। শীর্ষ দশে আরও কারা আছে, একনজরে দেখে নেওয়া যাক।
১চেলসি (২০২৩–২৪)খরচ: ৪৬ কোটি ৪০ লাখ ইউরো
২০২৩–২৪ মৌসুমে চেলসির দামি খেলোয়াড় মইসেস কাইসেদো