বন্দরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাবেক কর্মকর্তার বাড়িতে তান্ডব
Published: 2nd, March 2025 GMT
বন্দরে ৩ লাখ টাকা চাঁদার দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত সেকশন প্রধান মোতালেব মোল্লার বাড়িতে সন্ত্রাসী হামলা ভাংচুর ও তান্ডব চালানোর অভিযোগ পাওয়া গেছে তারই আপন ৩ ভাই বিরুদ্ধে । এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সম্প্রতি বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের পূর্ব হাজীপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে মোতালেব মোল্লার বড় পুত্র আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও থানা পুলিশের রহস্যজনক নিরবতায় এ ঘটনার কোন অগ্রগতি না হওয়ায় বাদী পুলিশের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলেছে। অভিযুক্ত আসামীরা স্থানীয় যুবলীগ নেতা। ৩লাখ টাকা চাঁদা না পেয়ে এ তান্ডব চালায় বলে বাদী আব্দুল্লাহ আল মামুন জানান।
আব্দুল্লাহ আল মামুন তার অভিযোগে উল্লেখ করেন, আব্দুল আলী মোল্লা (৫৪), আজিম মোল্লা (৪৫) ও শিপলু (২৫) সহ অজ্ঞাতনামা ৭/৮জন স্থানীয় ইউনিয়ন আওয়ামী যুবলীগের দোসর। পূর্বে থেকে তারা স্থানীয় এলাকার মানুষদের জায়গা সম্পত্তি দখলদারি ও চাঁদাবাজি করে আসছে।
সকল বিবাদীরা আমার পিতার ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখল ও ঝগড়া বিবাধ করার জন্য পাঁয়তারা করে আসছে। গত ২৫ ফেব্রুয়ারী আমার পিতার ক্রয়কৃত সম্পত্তিতে দালান নির্মাণ করার সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্রসস্ত্র লাঠিসোঠা নিয়ে এসে বাধা প্রদান করে এবং আমাদের উক্ত সম্পতিতে জায়গা দাবি করে আমাদের কাছ থেকে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে।
আমরা দিতে অস্বীকার জানাই ও আমাদের সম্পত্তিতে জায়গা পায় তার কাগজপত্র চাইলে সকল বিবাদীরা ক্ষিপ্ত হয়ে আমার ছোট ভাই আকিব মাহামুদ (২২) ও দালান নির্মাণ শ্রমিকদের এলোপাথারি ভাবে মারধর করে ও দালান জোরপূর্বক ভাবে ভেঙ্গে ফেলে।
তারা বলে আমাদের চাঁদা প্রদান করে পুনরায় দালান নির্মাণ কাজ করতে দিতে। এছাড়াও এ ঘটনায় কোন প্রকার আইনী সহয়তা প্রদান করিতে গেলে আমাদের পরিবারের লোকজনদের প্রান নাশের হুমকি প্রদান করে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আম দ র
এছাড়াও পড়ুন:
নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের যেসব আসনে নির্বাচন করার কথা রয়েছে, সেখানেও প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা
কুষ্টিয়ায় মনোনয়নবঞ্চিত সোহরাব- সমর্থকদের বিক্ষোভ
বিএনপির ঘোষিত আসনভিত্তিক তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকা-১১ (বাড্ডা-ভাটারা-রামপুরা) আসনের তাদের প্রার্থী এম এ কাইয়ুম। এই আসনে নির্বাচন করতে পারেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
রংপুর-৪ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ এনামুল হক ভরসা। এই আসনে নির্বাচন করতে পারেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ নওশাদ জমির। এই আসনে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের।
কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। এই আসনে নির্বাচন করতে পারেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
চাঁদপুর-৫ আসনে বিএনপির প্রার্থী করা হয়েছে মো. মমিনুল হককে। এই আসনে নির্বাচন করতে পারেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন রাইজিংবিডি ডটকমকে বলেন, “এখন পর্যন্ত আমাদের দলের আসনভিত্তিক মনোনয়ন চূড়ান্ত করা হয়নি। যখন চূড়ান্ত করা হবে, আপনাদের জানানো হবে।”
এর আগে রবিবার (৩ নভেম্বর) সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা ৩০০ আসন ধরে এগোচ্ছি। ঢাকা থেকেই আমি দাঁড়াব। আর কে কোন আসনে দাঁড়াবেন, আমরা প্রার্থী তালিকা এ মাসেই দিতে পারি।”
অবশ্য বিএনপি ও এনসিপি চূড়ান্ত মনোনয়ন না দেওয়া পর্যন্ত যে কোনো আসনে যেকোনো সময় পরিবর্তন আসতে পারে বলে তারা ঘোষণা দিয়ে রেখেছে।
ঢাকা/রায়হান/রাসেল