চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটে-বলে দারুণ খেলে ওয়ানডে ফরম্যাটের সেরা অলরাউন্ডার হয়েছেন আফগানিস্তানের পেস অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। তিনি সতীর্থ মোহাম্মদ নবীর শীর্ষস্থান দখল করেছেন। 

ওমরজাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সেরা ৫৮ রানে ৫ উইকেট নেন। ব্যাট হাতে তিনি গুরুত্বপূর্ণ ১২৬ রান করেন। ৪২ গড়ে ও ১০৪.

১৩ স্ট্রাইক রেটে। যে কারণে শীর্ষে উঠেছেন তিনি। 

ওমরজাই দুই ধাপ এগিয়ে ওয়ানডের সেরা অলরাউন্ডার হয়েছেন। এছাড়া ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়েছেন তিনি। পূর্বে ব্যাটিংয়ে ২৪ নম্বরে ছিলেন এই ডানহাতি ব্যাটার ও বোলার।

ওয়ানডের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বিরাট কোহলির। তিনি পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে ৮৪ রানের ইনিংস খেলে এক ধাপ এগিয়েছেন। বর্তমানে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে চার নম্বরে আছেন তিনি। সেরা অবস্থানে আছেন শুভমন গিল, বাবর আজম দুইয়ে ও হেনরিক ক্লাসেন ৩ নম্বরে আছেন।   

উৎস: Samakal

কীওয়ার্ড: আইস স র য ঙ ক ওমরজ ই

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ