কুমিল্লার লালমাই উপজেলায় শখের বশে দোকানে আসা ক্রেতার মোটরসাইকেল চালাতে গিয়ে মো. জহির (২৫) নামে এক চা–দোকানি সড়কে প্রাণ হারিয়েছেন। বুধবার সন্ধ্যা সাতটায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার পেরুল এলাকায় ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জহির উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের পূর্ব পেরুল গ্রামের আবদুল ওহাবের ছেলে। তিনি স্থানীয় ফয়েজগঞ্জ বাজারে চা–বিক্রেতা।

নিহতের পরিবার ও ফয়েজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যায় এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে জহিরের দোকানে চা পান করতে আসেন। ওই সময় জহির মোটরসাইকেল আরোহীকে চা দিয়ে শখের বশে তাঁর মোটরসাইকেল চালিয়ে হরিশ্চর বাজারের দিকে রওনা দেন। মহাসড়কের পেরুল এলাকার চৌকিদার বাড়িসংলগ্ন ইউটার্নে পৌঁছালে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে তিনি পড়ে যান। মাথায় রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

লাকসাম ক্রসিং (লালমাই) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, বুধবার সন্ধ্যা সাতটার দিকে হরিশ্চর চৌরাস্তার দক্ষিণে পেরুল ইউটার্নে অজ্ঞাত গাড়ির ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। খবর পেয়েই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবার সূত্রে জেনেছেন, নিহত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ধাক্কা দেওয়া অজ্ঞাত গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নেহাল ফেরায় কাবিলার জন্য ভালো নাকি মন্দ হলো, কী বলছেন পলাশ

আসল নামটাই যেন তাঁর বদলে গেছে। ভক্তদের কাছে তিনি সাত বছর ধরে ‘কাবিলা’ নামে পরিচিত। যেখানেই যান, সবাই কাবিলা বলেই সম্বোধন করে। অনেক সময় এই অভিনেতার জিয়াউল হক পলাশ নামটিই আড়ালে পড়ে যায়। তবে পর্দার নামটিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। এটাকে দর্শকদের উপহার হিসেবে নেন ‘ব্যাচেলর পয়েন্টের’ এই কাবিলা খ্যাত অভিনেতা।

হাবু, পাশা, রোকেয়া, বোরহান চরিত্রের মধ্যে আলাদা করে সাড়া জাগিয়েছেন কাবিলা। এই ধারাবাহিক পলাশকে জনপ্রিয়তা দেওয়ার অন্যতম কারণ তাঁর ভাষা নোয়াখালী অঞ্চলের। একই সঙ্গে গল্পে ব্যাচেলরদের জীবনের নানান চিত্র তুলে ধরার কারণে, এটি দর্শক পছন্দ করেন। সিরিজগুলোতে আলাদা করে আসে পলাশের চরিত্রের পরিসর, যা দর্শক বেশির ভাগ সময়ই গ্রহণ করেন। তারপরও এই অভিনেতাকে তেমন কোনো ধারাবাহিকে দেখা যায় না। এর কারণ কী?

অভিনেতা পলাশ। ছবি: ফেসবুক থেকে

সম্পর্কিত নিবন্ধ